Calcutta High Court: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই অ্যাকশন, ভেঙে গুড়িয়ে দেওয়া হল তিন তিনটি অবৈধ নির্মাণ
Calcutta High Court: দীর্ঘ শুনানি শেষে শেষ পর্যন্ত ওই কেসে জয়ী হন বরজাহান শেখ। মাসখানেক আগে হাইকোর্ট সাফ জানিয়ে দেয় ওই দোকানগুলি ভেঙে ফেলতে হবে। কারণ, সেগুলি বেআইনি। হাইকোর্টের নির্দেশ আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়।

সাগরপাড়া: আগেই এসে গিয়েছিল রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ। হাইকোর্টের সেই নির্দেশই এবার অক্ষরে অক্ষরে পালন করল প্রশাসন। ভেঙে গুড়ি দেওয়া হল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া বাজার এলাকার তিন তিনটি দোকান। তা নিয়েই এলাকায় শুরু চাপানউতোর।
এই এলাকাতেই দোকান ছিল এলাবক্স, মদন মণ্ডল, শিখা হালদারের। কয়েক বছর আগেই পিডাব্লুডি-র জমিতে ওই দোকান তৈরি করেছিলেন তাঁরা। তা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। জল গড়ায় আদালতে। মামলা করেছিলেন ওই জায়গায় পিছনে বসবাসকারী বরজাহান শেখ।
দীর্ঘ শুনানি শেষে শেষ পর্যন্ত ওই কেসে জয়ী হন বরজাহান শেখ। মাসখানেক আগে হাইকোর্ট সাফ জানিয়ে দেয় ওই দোকানগুলি ভেঙে ফেলতে হবে। কারণ, সেগুলি বেআইনি। হাইকোর্টের নির্দেশ আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল প্রশাসনের অন্দরেও। বুধবার এলাকায় যান সাগরপাড়া থানার পুলিশ, জলঙ্গির বিডিও, জলঙ্গিক বিএলআরও। সঙ্গে ছিলেন জলঙ্গি পিডব্লিউডি অফিসার-সহ বিশাল পুলিশ বাহিনী।
