Murshidabad: কাশ্মীরে স্ত্রীকে বেচে দিয়েছিলেন, ২৪ বছর পর পালিয়ে বাড়ি ফিরলেন আকলেমা

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 22, 2024 | 12:59 PM

Murshidabad: ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের রানিনগর থানার ইলশেমারী এলাকায়। আকলেমা বিবির অভিযোগ, আকলেমা ও তাঁর কোলের সন্তানকে টাকার জন্য বেচে দিয়েছিল স্বামী ইয়াসিন শেখ। তিনি জানিয়েছেন, বিক্রির পূর্বে তাঁকে অজ্ঞান করে দেন স্বামী। তারপর কাশ্মীরের এক ব্যক্তির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়।

Murshidabad: কাশ্মীরে স্ত্রীকে বেচে দিয়েছিলেন, ২৪ বছর পর পালিয়ে বাড়ি ফিরলেন আকলেমা
আকলেমা বিবি ও তার সন্তান
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: প্রায় চব্বিশ বছর আগে স্ত্রী-সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। কয়েকটা টাকার জন্য সব থেকে কাছের মানুষকেও ছাড়েননি অভিযুক্ত। কাশ্মীরে রেখে চলে এসেছিলেন তাঁদের। তারপর কেটে গিয়েছে এতগুলো বছর। অবশেষে সেখান থেকে কোনওভাবে সন্তানকে নিয়ে পালিয়ে এসেছেন আকলেমা বিবি। আর দেশে ফিরে আসার পর সোজা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন।

ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের রানিনগর থানার ইলশেমারী এলাকায়। আকলেমা বিবির অভিযোগ, আকলেমা ও তাঁর কোলের সন্তানকে টাকার জন্য বেচে দিয়েছিল স্বামী ইয়াসিন শেখ। তিনি জানিয়েছেন, বিক্রির পূর্বে তাঁকে অজ্ঞান করে দেন স্বামী। তারপর কাশ্মীরের এক ব্যক্তির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। অভিযোগ, যার কাছে বিক্রি করা হয়েছিল সেই ব্যক্তিও তাঁর উপর অত্যাচার করত। মহিলাকে জোর করে বাড়ির সমস্ত কাজ কর্ম করানো হত। একাধিকবার অনুরোধ করার পরও কোনও ভাবেই বাড়িতে ফিরতে দেওয়া হত না তাকে। পালানোরও নাকি অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু হয়নি। বাধ্য হয়ে কাশ্মীরেই দিন কাটাতে শুরু করেন তিনি।

তবে বাড়ি ফিরতেই হবে কোনওভাবে এ কথা ঢুকে গিয়েছিল আকলেমার রন্ধ্রে-রন্ধ্রে। অপেক্ষায় ছিলেন যেভাবে হোক ফিরবেন রানিনগর। এ দিকে, মেয়েকে না পেয়ে ২৪ বছর আগেই খোঁজ খবর নিয়েছিলেন পরিবারের লোকজন। কিন্তু পাননি। অবশেষ লুকিয়ে রানিনগর ফিরলেন আকলেমা। আর ফিরেই সোজা রানিনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ-প্রশাসন। আকলেমার ছেলে বলেন, “বাপ আরও একটা বিয়ে করবে বলে মা আর আমাকে বিক্রি করে দিয়েছিল। আমরা ওখানে চাষবাস করে খেতাম।

Next Article