TMC-Congress: তৃণমূলের প্রধান ও তাঁর স্বামীকে জুতো, লাঠি দিয়ে মার; তুমুল উত্তেজনা ভরতপুরে

Koushik Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Aug 29, 2023 | 12:05 AM

Murshidabad: এদিন সকালে গ্রামপঞ্চায়েত সদস্যরা একে একে পঞ্চায়েত অফিসে এসে হাজির হন। কড়া পুলিশি পাহারা ছিল সেখানে। সেখানে বৈঠকও হয়। অভিযোগ, এরপর বাইরে বেরোতেই ঝামেলা শুরু হয়।

TMC-Congress: তৃণমূলের প্রধান ও তাঁর স্বামীকে জুতো, লাঠি দিয়ে মার; তুমুল উত্তেজনা ভরতপুরে
হাসপাতালে ভর্তি প্রধান।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল ভরতপুরের সিজগ্রাম গ্রামপঞ্চায়েতে। ঝরল রক্ত, আহত হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চায়েত প্রধান। সোমবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ ব্লকের সিজগ্রাম গ্রামপঞ্চায়েতের কোন সদস্যর কী কাজ হবে সেসব নিয়ে সিদ্ধান্ত হয়। অভিযোগ, সেখানেই কয়েকজন দুষ্কৃতী প্রধান রেশমিনা বিবি ও তাঁর স্বামীর উপর হামলা চালায়। রেশমিনার স্বামী তৃণমূলের অঞ্চল সভাপতিও। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল। পাল্টা কংগ্রেস বলছে, গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।

এদিন সকালে গ্রামপঞ্চায়েত সদস্যরা একে একে পঞ্চায়েত অফিসে এসে হাজির হন। কড়া পুলিশি পাহারা ছিল সেখানে। সেখানে বৈঠকও হয়। অভিযোগ, এরপর বাইরে বেরোতেই ঝামেলা শুরু হয়। প্রধানের দেওরের ছেলে সাহিল শেখ বলেন, “সবকিছু ঠিকঠাকই চলছিল। প্রধান বেরিয়ে আসার পর একটু ঝামেলা হয়। নিট্টু নামে একজন ঝামেলা লাগায়। এরপরই আরেকজন এসে রেশমিনা বিবিকে ইট দিয়ে মারে। তাঁর স্বামীকেও বেধড়ক মারধর করা হয়। জুতো, লাঠি দিয়ে মারে কংগ্রেসের লোকজন।”

আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে ভরতপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কান্দি হাসপাতালে। যদিও স্থানীয় কংগ্রেস নেতা সফিউল আলম খান বলেন, “এসব অভিযোগের কোনও সত্যতা নেই। ওরা নিজেদের মধ্যে ঝামেলা করেছে। আর এখন এসব বলছে।”

Next Article