ফারাক্কা: কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না নারী নির্যাতনের ঘটনা। ফের ধর্ষণের অভিযোগ। এবার মুর্শিদাবাদ। দশ বছরের নাবালিকা ধর্ষণের অভিযোগ বছর ষাটের ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কাতে। অভিযুক্ত নির্যাতিতার প্রতিবেশী বলে জানা যাচ্ছে। যখন এ ঘটনা ঘটে তখন নাবালিকার চিৎকারে ছুটে আসেন এলাকার লোকজন। পাকড়াও করা হয় অভিযুক্তকে।
খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয় ওই প্রৌঢ়কে। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফারাক্কা থানার পুলিশ। ইতিমধ্য়েই গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তকে। অন্যদিকে মেডিক্যাল পরীক্ষার জন্য নাবালিকাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হচ্ছে।
সোমবারই জঙ্গিপুর আদালতে তোলা হয় অভিযুক্ত প্রৌঢ়কে। তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, ৪৮ ঘণ্টা আগে আরও একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল এই জেলাতেই। চকোলেটের লোভ দেখিয়ে সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে দাদুর বিরুদ্ধে। নক্কারজনক ওই ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের ডোমকলে। এবার সেই ঘটনার পর দু’দিন কাটতে না কাটতেই ফের আরও একটি ধর্ষণের ঘটনায় প্রশ্নের মুখে জেলার নারী নিরাপত্তা।