AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: বিএলও-র সঙ্গে ঘুরছেন বিজেপি বিধায়ক, বহরমপুরে চাপানউতোর

BJP MLA with BLO: বহরমপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকায় বিএলও হিসাবে কাজ করছেন অয়ন তিওয়ারি। বুধবার সকালে তাঁকে তাঁর এলাকায় বাড়ি বাড়ি যেতে দেখা যায়। ফর্মও দেন। অভিযোগ, সেই সময়ই তাঁর পিছু পিছু বাড়ি বাড়ি যেতে দেখা যায় বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে।

SIR in Bengal: বিএলও-র সঙ্গে ঘুরছেন বিজেপি বিধায়ক, বহরমপুরে চাপানউতোর
বিতর্ক রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2025 | 12:18 PM
Share

বহরমপুর: এসআইআরের মূল পর্ব শুরু হতেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু ঘুরিয়ে আঙুল উঠল বিজেপির বিরুদ্ধেও। অভিযোগ, বিএলও-র সঙ্গে সঙ্গে ঘুরছেন বিজেপি বিধায়ক। এদিকে একদিন আগে মালদহ জেলা পরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেনের বিরুদ্ধে একই ধরনের একটি অভিযোগ উঠেছিল। অভিযোগ, বিএলও ২ এর বদলে বিএলও-র সঙ্গে একদল তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে ঘুরছেন তিনি। ঘটনায় নির্বাচন কমিশনে দ্বারস্থ হওয়ার কথা বলেছিল বিজেপি। এবার একই ধরনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধেও। তা নিয়েই চাপানউতোর বহরমপুরে। 

বহরমপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকায় বিএলও হিসাবে কাজ করছেন অয়ন তিওয়ারি। বুধবার সকালে তাঁকে তাঁর এলাকায় বাড়ি বাড়ি যেতে দেখা যায়। ফর্মও দেন। অভিযোগ, সেই সময়ই তাঁর পিছু পিছু বাড়ি বাড়ি যেতে দেখা যায় বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে। অয়ন তিওয়ারির দাবি, তাঁর সঙ্গে সমস্ত দলেরই বিএলএ রয়েছেন। তবে তাঁর সঙ্গে বিধায়কও যাচ্ছেন। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। 

যদিও চাপানউতোরের মধ্যেই বিধায়ক আবার ঘুরিয়ে আঙুল তুলছেন তৃণমূলের বিরুদ্ধে। বলছেন, “আমরা ৫০ জন ভোটারের কাছে বিএলও-র সঙ্গে গিয়েছিলাম। বিএলও ছিলেন। কারও কোনও অসুবিধা নেই। বিএলও ফর্ম দিয়ে ভাল করে বুঝিয়ে দিচ্ছেন। আসলে দুর্নীতিবাজ তৃণমূল মানুষের মধ্যে ভয়-ভীতি তৈরি করছে। কিন্তু আতঙ্কের কোনও বিষয়ই নেই। কিন্তু তৃণমূল মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এসআইআর যাতে না হতে পারে সেই ব্যবস্থা করছে। তাই মানুষের যাতে কোনও অসুবিধা না হয় আমরা সবসময় বিএলও-দের সঙ্গে থাকব।”