Murshidabad Bombing: জমির বিবাদ নিয়ে তুলকালাম মুর্শিদাবাদ, লাগাতার বোমাবাজিতে আহত ৩

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 13, 2022 | 12:32 PM

Murshidabad Bombing: জানা গিয়েছে, সফিকুল ইসলাদের জমি জোর করে দখল নিয়ে রেখেছিল হাফিজুল এবং সুজন নামের দুই ব্যক্তি বলে অভিযোগ।

Follow Us

মুর্শিদাবাদ: অপরাধ এবং মুর্শিদাবাদ একে অন্যের সমর্থক হয়ে উঠেছে। কখনও খুন, কখনও ধর্ষণ, কখনও বোমাবাজি বারবার খবরে এসেছে সেই জেলা থেকে। এরপর আবার রবিবার ফের জমি বিবাদের কারণে লাগাতার বোমাবাজি হয়। প্রথমে বচসা আর সেই বচসার পর থেকেই শুরু জমি সংক্রান্ত বিষয় নিয়ে নানা বিবাদ।

মুর্শিদাবাদের ইসলামপুর থানার বাবলাবনা শুকদেব মাটি এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ সকাল নয়টা নাগাদ। জানা গিয়েছে, সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিদের জমি জোর করে দখল নিয়ে রেখেছিল হাফিজুল এবং সুজন নামের দুই ব্যক্তি বলে অভিযোগ। এবার নিজেদের ওই জমিতে কোনও কাজ কর্ম না করার হুমকি দেয় হাফিজুল ও সুজন। ফলত এই সংক্রান্ত বিষয়ে তৈরি হয় গণ্ডগোল। এক পর্যায়ের সেই বচসা মারামারিতে পরিণত হয়। এরপর সফিকুলের বাড়িতে চলে লাগাতার ইট-পাটকেল সঙ্গে বোমাবাজি। আর তার জেরে উভয়পক্ষের তিনজন আহত হন। ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সফিকুলের দাদা বলেন, “আমার ছোট ভাই প্রতিদিন পার্টি অফিসে যায়। প্রতিদিনের মতো আজও সকালবেলায় পার্টি অফিসে গেছিলেন। ওইখান থেকে ওকে জোর করে টেনে ফের বাড়িতে নিয়ে যায়। তারপর কথাকাটি শুরু হয়। এরপর বাইরে থেকে দু’টো বোমা মারল। ওদের বাড়িতেই অনেক বোমা মজুত করা ছিল।এরপর সেই বোমাগুলিও মারতে গিয়ছিল। জমি নিয়ে অনেকবার সমস্যা হচ্ছিল। এর আগেও একাধিকবার হয়। আমার পায়েও মেরেছে। আমি সবে মাত্র ঘরে ঢুকেছি তখনই দেখি বোমাবাজি করছে। ”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

মুর্শিদাবাদ: অপরাধ এবং মুর্শিদাবাদ একে অন্যের সমর্থক হয়ে উঠেছে। কখনও খুন, কখনও ধর্ষণ, কখনও বোমাবাজি বারবার খবরে এসেছে সেই জেলা থেকে। এরপর আবার রবিবার ফের জমি বিবাদের কারণে লাগাতার বোমাবাজি হয়। প্রথমে বচসা আর সেই বচসার পর থেকেই শুরু জমি সংক্রান্ত বিষয় নিয়ে নানা বিবাদ।

মুর্শিদাবাদের ইসলামপুর থানার বাবলাবনা শুকদেব মাটি এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ সকাল নয়টা নাগাদ। জানা গিয়েছে, সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিদের জমি জোর করে দখল নিয়ে রেখেছিল হাফিজুল এবং সুজন নামের দুই ব্যক্তি বলে অভিযোগ। এবার নিজেদের ওই জমিতে কোনও কাজ কর্ম না করার হুমকি দেয় হাফিজুল ও সুজন। ফলত এই সংক্রান্ত বিষয়ে তৈরি হয় গণ্ডগোল। এক পর্যায়ের সেই বচসা মারামারিতে পরিণত হয়। এরপর সফিকুলের বাড়িতে চলে লাগাতার ইট-পাটকেল সঙ্গে বোমাবাজি। আর তার জেরে উভয়পক্ষের তিনজন আহত হন। ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সফিকুলের দাদা বলেন, “আমার ছোট ভাই প্রতিদিন পার্টি অফিসে যায়। প্রতিদিনের মতো আজও সকালবেলায় পার্টি অফিসে গেছিলেন। ওইখান থেকে ওকে জোর করে টেনে ফের বাড়িতে নিয়ে যায়। তারপর কথাকাটি শুরু হয়। এরপর বাইরে থেকে দু’টো বোমা মারল। ওদের বাড়িতেই অনেক বোমা মজুত করা ছিল।এরপর সেই বোমাগুলিও মারতে গিয়ছিল। জমি নিয়ে অনেকবার সমস্যা হচ্ছিল। এর আগেও একাধিকবার হয়। আমার পায়েও মেরেছে। আমি সবে মাত্র ঘরে ঢুকেছি তখনই দেখি বোমাবাজি করছে। ”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article