চারমুরাশি (মুর্শিদাবাদ): সীমান্তে লাগাতার উস্কানি দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। বিএসএফ-এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এই পরিস্থিতির মধ্যে এবার সীমান্তে চলল গুলি। ঘটনাটি ঘটেছে লালগোলা এবং ডোমকলের মাঝে বিওপি চারমুরাশিতে।
কেন গুলি চালিয়েছে বিএসএফ?
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানা গিয়েছে,তারা পরপর ছয় রাউন্ড গুলি চালিয়েছে। অভিযোগ, বুধবার রাতের বেলা দশ থেকে বারোজন অনুপ্রবেশকারী কাঁটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। বহুবার তাদের বাধা দেন জওয়ানরা। কিন্তু কোনওভাবেই যেন কানে কথা ঢুকছিল না তাদের।
জওয়ানরা একাধিকবার সতর্ক করলেও ওই অনুপ্রবেশকারীরা ভিতরে ঢুকে আসা চেষ্টা করে। এই সময় জওয়ানরা স্টান গ্রেনেড ছোড়ে। সেই সময় বাংলাদেশে দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তখনই জওয়ানরা আত্মরক্ষার স্বার্থে পরপর গুলি চালায়। তখনই অন্ধকার এবং কুয়াশার মধ্যে দুষ্কৃতীরা পালিয়ে যায় বাংলাদেশের ভূখণ্ডের দিকে।
উল্লেখ্য, অনুপ্রবেশ আটকাতে সীমান্তে কাঁটাতার দিতে শুরু করেছেন জওয়ানরা। তবে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে বিজিবি। প্রশ্ন উঠছে নিজের ভূ-খন্ডে কেন বিএসএফ কাঁটা তার দিতে পারবে না? শেষে জওয়ানদের সঙ্গে ভারতীয়রাও নামেন ময়দানে।