Jiban Krishna Saha: ৬৫ ঘণ্টার সিবিআই তল্লাশি! ভোরে গ্রেফতার বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা

Koushik Ghosh | Edited By: অংশুমান গোস্বামী

Apr 17, 2023 | 6:06 AM

CBI Arrest: ভোর ৫টা ১৭ মিনিট নাগাদ জীবন কৃষ্ণকে তাঁর বাড়ি থেকে নিয়ে বের হয় সিবিআই-এর একটি দল। কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই দল।

Jiban Krishna Saha: ৬৫ ঘণ্টার সিবিআই তল্লাশি! ভোরে গ্রেফতার বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা
জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করল সিবিআই।

Follow Us

কান্দি: ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) গ্রেফতার করল সিবিআই (CBI)। সোমবার ভোরে নিয়োগে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে জীবন কৃষ্ণকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। ভোর ৫টা ১৭ মিনিট নাগাদ জীবন কৃষ্ণকে তাঁর বাড়ি থেকে নিয়ে বের হয় সিবিআই-এর একটি দল। কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই দল। টানা ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বড়ঞার বিধায়ককে গ্রেফতার করল সিবিআই। তবে সিবিআই-এর একটি দল এখনও জীবন কৃষ্ণের আন্দির বাড়িতে রয়েছেন। প্রসঙ্গত, গত ২ দিন ধরেই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ৩০০ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিধায়কের মুর্শিদাবাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছে সিবিআই। সেগুলিকেও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার মধ্য রাতেই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ঢোকে কলকাতা থেকে যাওয়া সিবিআই-এর দল। কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে অতিরিক্ত সিআরপিএফ বাহিনীও। কলকাতা থেকে আসা সিবিআই দলের নেতৃত্বে ছিলেন সদ্য দুর্নীতি দমন শাখায় যোগ দেওয়া এসপি কল্যাণ ভট্টাচার্য। এর পরই সোমবার ভোরে গ্রেফতার করে জীবন কৃষ্ণ সাহাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে বড়ঞার বিধায়ককে।

গত ৬৫ ঘণ্টা ধরে জীবন কৃষ্ণের বাড়িতে চলে তল্লাশি। সিবিআই সূত্রে খবর, পাঁচটি ব্যাগ থেকে তিন হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর নথি পাওয়া গিয়েছে। ছবি দেওয়া অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে। এমনকি বিধায়কের বাড়ির কাছে পুকুর খুঁড়ে মোবাইল, তাঁর বাড়ি থেকে পেন ড্রাইভ উদ্ধার করে সিবিআই। তদন্তকারীরা মনে করছেন, তিন হাজারেরও বেশি চাকরিপ্রার্থী মাথা পিছু ৬-১৫ লক্ষ টাকা পর্যন্ত দিয়েছেন জীবন কৃষ্ণকে। সিবিআই-এর ধারণা, এই বিধায়কই চাকরি দেওয়ার নামে প্রায় ৩০০ কোটি টাকা তুলেছেন।

Next Article