জঙ্গিপুর: পঞ্চায়েত ভোট শেষ হয়ে ফল প্রকাশও হয়ে গিয়েছে। কিন্তু রাজনৈতিক হিংসার ঘটনায় এখনও বিরাম নেই। রোজই কোথাও না কোথাও গুলি চালনা, ছুরি দিয়ে কোপানো বা বোমাবাজির অভিযোগ সামনে আসছে। অধিকাংশ ঘটনাতেই অভিযোগের তির উঠছে কোনও না কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে। রবিবার রাতে তৃণমূলের বিদায়ী প্রধানকে কোপানোর অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত উমরাপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান ছিলেন মজিবুর রহমান। রবিবার রাতে শাহজাদপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময়ই তাঁর উপর বেশ কয়েক জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় হাঁসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ। কোনও মতে তিনি পালিয়ে প্রাণে বাঁচেন। এর পর এলাকার লোকেরা উদ্ধার করে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনা নিয়ে আহতের ছেলে নাসিম শেখ বলেছেন, “রাতে বাড়ি ফেরার সময় বাবার উপর হামলা চালায়। এলোপাথাড়ি কোপানো হয়েছে। মোবাইল, জিনিসপত্র ফেলে কোনও মতে প্রাণ বাঁচিয়েছে। পরে এলাকার লোকেরা হাসপাতালে নিয়ে আসে। কংগ্রেসের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। উনি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন ছিল। এ বার ভোটে দাঁড়ায়নি।” একাধিক অভিযুক্তের নামও করেছেন আহত বিদায়ী প্রধানের ছেলে। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে কংগ্রেসের তরফে।