মুর্শিদাবাদ: সালটা ২০০৩। ধারাল অস্ত্র দিয়ে জামাইবাবুকে কোপানোর অভিযোগ উঠেছিল শ্যালকের বিরুদ্ধে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল জামাইবাবুর। এরপর অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন চলা সেই মামলায় এবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। তাদের যাবজ্জীবন সাজা দিল কোর্ট। মৃত জামাইবাবুর নাম নুর নবী। তাঁকে খুনে করায় শেরফুল মোল্লা এবং হাসিবুর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল আদালত।
মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরের অতিরিক্ত জেলা সেশন জজ আদালত ফাস্ট-ট্র্যাক কোর্ট বিচারক মঞ্জুশ্রী মণ্ডল অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। বুধবার শেরফুল মোল্লা এবং হাসিবুর মোল্লার যাবজ্জীবন সাজা হয়।
এ প্রসঙ্গে সরকারি আইনজীবী প্রশান্ত দত্ত বলেন, “রেজিনগরের কাশিপুর গ্রামের খোদা বক্স মণ্ডল তাঁর ছেলে নূর নবীর ২০০৩ সালে গ্রামেই ছেলের বিয়ে দিয়েছিলেন। ছেলে তাঁর বউকে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। শ্বশুর বাড়ির লোকজন ছেলেকে মারধর শুরু করে। সেই চিৎকার শুনে নূর নবীর বাবা আরও তিন ভাই সেখানে যান। তাদের প্রত্যেককে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। তাতে নুর নবীর মৃত্যু হয়।”