CPIM Rally: খণ্ডযুদ্ধ মুর্শিদাবাদে! লাল পতাকার ডান্ডা দিয়েই ‘মার’ বামেদের,পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 13, 2024 | 4:44 PM

Murshidabad: প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে বামেদের আজ আইন অমান্য কর্মসূচি ছিল। পতাকা হাতে নিয়ে, স্লোগান দিতে দিতে যখন কর্মীরা এগিয়ে যাচ্ছিলেন সেই সময় পোস্ট অফিস মোড়ের কাছে পুলিশ তাঁদের বাধা দেয়। তখনই পুলিশের ব্যারিকড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বাম কর্মীরা।

CPIM Rally: খণ্ডযুদ্ধ মুর্শিদাবাদে! লাল পতাকার ডান্ডা দিয়েই মার বামেদের,পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ
উত্তেজনা বহরমপুরে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: একদিকে বসিরহাট। অন্যদিকে মুর্শিদাবাদ। বিজেপি-র এসপি অফিস ঘেরাও ঘিরে যখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি সেই সময় রণক্ষেত্র পরিস্থিতি আবার মুর্শিদাবাদে। বামেদের আইন অমান্য কর্মসূচিতে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সঙ্গে বাম কর্মীদের সঙ্গে কার্যত খন্ডযুদ্ধ। এ দিন পুলিশের ব্যারিকেডের উপরেই উঠে যান বাম-কর্মীরা। ব্যারিকেট ভাঙার চেষ্টা করেন। তখনই বাধা দেয় পুলিশ। ধস্তাধস্তি চলে দু’পক্ষের মধ্যে। লাল পতাকা হাতে নিয়েই এগিয়ে চলেন তাঁরা। অভিযোগ, পতাকার ডান্ডা দিয়েই মারেন পুলিশ আধিকারিকদের।

প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে বামেদের আজ আইন অমান্য কর্মসূচি ছিল। পতাকা হাতে নিয়ে, স্লোগান দিতে দিতে যখন কর্মীরা এগিয়ে যাচ্ছিলেন সেই সময় পোস্ট অফিস মোড়ের কাছে পুলিশ তাঁদের বাধা দেয়। তখনই পুলিশের ব্যারিকড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বাম কর্মীরা। রাজ্য পুলিশের সঙ্গে হাতাহাতি বাধে বাম কর্মী সমর্থকদের। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। এই ধস্তাধস্তির জেরে আহত হয়েছেন একাধিক বাম কর্মী। আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী।

তবে শুধু পুলিশ কর্মী বা বাম সমর্থক নয়। পুলিশের মারে সংজ্ঞাহীন হয়ে পড়েন এক সাধারণ মানুষও। জানা গিয়েছে তিনি এসেছিলেন পোস্ট অফিসের কাজে। পুলিশ ভাবেন ওই ব্যক্তি বাম কর্মী। তারপরই লাঠিপেটা করে। পরে জানা যায়, পোস্ট অফিসের কাজ শেষ করে তিনি বেরচ্ছিলেন। উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় নিখোঁজ তৃণমূল নেতা শিবু হাজার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। তারই প্রতিবাদে পথে নামে বাম নেতৃত্ব।

Next Article