Fake Lottery: আপনার লটারির টিকিট জাল নয় তো? বাংলায় মিলল জাল লটারির ‘কারখানা’

Koushik Ghosh | Edited By: অংশুমান গোস্বামী

Oct 30, 2023 | 1:29 PM

রবিবার রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ হানা দেয় ওই গুদামে। ওই গুদাম থেকে বেশ কয়েকটি জেরস্ক মেশিন, জাল লটারি ছাপা মেশিন, এসি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে প্রচুর সংখ্যক জাল লটারি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জাল লটারি এবং লটারি ছাপানোর সমস্ত যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে বলেও জানা গিয়েছে।

Fake Lottery: আপনার লটারির টিকিট জাল নয় তো? বাংলায় মিলল জাল লটারির ‘কারখানা’
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

সামশেরগঞ্জ: জাল নোটের মতোই তৈরি হচ্ছে জাল লটারি। গুদামের মধ্যে মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে জাল লটারি ছাপানোর অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শিব মন্দির এলাকায় এই ভুয়ো লটারি ছাপানোর অভিযোগ উঠেছে। ভুয়ো লটারি ছাপানোর বিষয় গোপন সূত্রে জানতে পেরেছিল পুলিশ। সূত্রের খবরের ভিত্তিতে সামশেরগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে হানা দেয় ওই গুদামে। তাতেই হয়েছে জাল লটারির চক্রের পর্দাফাঁস।

রবিবার রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ হানা দেয় ওই গুদামে। ওই গুদাম থেকে বেশ কয়েকটি জেরস্ক মেশিন, জাল লটারি ছাপা মেশিন, এসি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে প্রচুর সংখ্যক জাল লটারি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জাল লটারি এবং লটারি ছাপানোর সমস্ত যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে বলেও জানা গিয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জাল লটারি কারবারে অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে। তবে অবৈধ লটারি চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। সামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই লটারি কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন ঝাড়খণ্ডের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তর সন্ধানে তল্লাশিও শুরু হয়েছে।

রাজ্যে প্রচুর লোক রোজ লটারি কাটেন। চটজলদি অর্থলাভের আশায় দিনের পর দিন লটারি কেটে সর্বস্বান্ত হওয়ার ঘটনাও কম ঘটেনি। এ বার ভুয়ো লটারির ছাপানোর অভিযোগ উঠল। এই ধরনের ভুয়ো লটারি নিশ্চিতভাবেই নতুন চিন্তায় ফেলবে লটারি প্রেমীদের।

Next Article