Murshidabad: পথ আটকে হোটেলে যাওয়ার প্রস্তাব! মেডিক্যাল ছাত্রীর অভিযোগে চাঞ্চল্য
Medical College: অভিযুক্ত ছাত্র বর্তমানে কলকাতার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়াশোনা করেন। অভিযোগ, ওই ছাত্রীকে মানসিক নির্যাতন করা হয়েছে, দেওয়া হয়েছে হুমকি।

বহরমপুর: এক চিকিৎসক পড়ুয়াকে মানসিক নির্যাতনের অভিযোগ। আরজি কর কাণ্ডের এক বছর পার হতে না হতেই ফের অভিযোগ মেডিক্যাল কলেজে। হুমকি থেকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসক পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওই ছাত্রীর বাবা বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী মেডিক্যাল কলেজের এক ছাত্রী। অভিযুক্ত মেডিক্যাল ছাত্র একই জায়গায় কোচিং নিতেন। সেখান থেকেই দু’জনের পরিচয়। ওই ছাত্রী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়াশোনা করেন।
অন্যদিকে অভিযুক্ত ছাত্র বর্তমানে কলকাতার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়াশোনা করেন। অভিযোগ, ওই ছাত্রীকে মানসিক নির্যাতন করা হয়েছে, দেওয়া হয়েছে হুমকি। এমনকী পথ আটকে হোটেলে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও অভিযোগ চিকিৎসক পড়ুয়ার বিরুদ্ধে।
গত বছর অগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। সেই ঘটনার এক বছর পরও পথে নেমে প্রতিবাদ করেছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। আর সেই আবহেই খোদ চিকিৎসক পড়ুয়া ছাত্রের বিরুদ্ধেই অন্য এক চিকিৎসক ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠল।
