কলকাতা: দল-অন্দর সূত্রের খবর, খুব শীঘ্রই হতে চলেছে তৃণমূলে রদবদল। আর তার আগেই নিজের পিঠ চাপড়ে হুঙ্কার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। জেলা তৃণমূলের দায়িত্ব পেতে চান তিনি। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন, “শাওনি-আবু তাহেরের কাছ থেকে আমি কম কীসের?” জেলা প্রশাসনের কিংবা সংগঠনের দায়িত্ব পেতে চান হুমায়ুন।
হুমায়ুন বলেন, “আগামীদিনে দলের স্বার্থে নেতৃত্ব আমাকে যে অবস্থায় যেখানে কাজ করতে দেবেন, আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ববান হিসাবে করে যাব। যদি প্রশাসনিকের জায়গায় থাকা যায়, তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হয়। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন, তাহলে মাথা পেতে নেব। এর আগে এখানে যাঁরা সংগঠনের দায়িত্ব পালন করেছেন, আবু তাহের খান, শাওনি সিংহ রায় এখন যিনি করছেন, তাঁদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনও অংশেই কম নয়। সেটা যদি দল মনে করে, আমাকে দায়িত্ব দিলে দল উপকৃত হবে, তাহলে আমি সেই দায়িত্ব নেব।”
প্রসঙ্গত, গত কয়েক মাসে হুমায়ুন কবীরের একাধিক মন্তব্য নিয়ে দলে অস্বস্তি বেড়েছিল। শোকজ করা হয়েছিল আগেই। নিরাপত্তাতেও হয়েছে কাটছাঁট। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমকও খেয়েছেন তিনি। কালীঘাটের বৈঠকের পর হুমায়ুন কবীরের একাধিক মন্তব্যে দলের শীর্ষ নেতৃত্বে বেজায় ক্ষুব্ধ হন। দলের তরফে কড়া নজরও রাখা হয় তাঁর ওপর। এবার সেই হুমায়ুনই দলের সংগঠনের দায়িত্ব পেতে চান।
হুমায়ুনের মন্তব্য প্রসঙ্গে সাংসদ আবু তাহের খান বলেন, “আমি বড় কিছু হতে চাই না। আমি একজন সাধারণ কর্মী, ছোট কর্মী হয়ে থাকতে চাই। হুমায়ুন সাহেবের মতো ওতো উচ্চতর কর্মী হওয়ার যোগ্যতা আমার নেই। আমি যতটুকু আছি, সেখানেই ভাল আছি। ”