Murshidabad Murder: ষষ্ঠীর রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নির্দল পঞ্চায়েত প্রার্থীর স্বামীর

Koushik Ghosh | Edited By: Soumya Saha

Oct 20, 2023 | 11:38 PM

Gunshot in Murshidabad: হামলার পরই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে। কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

Murshidabad Murder: ষষ্ঠীর রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নির্দল পঞ্চায়েত প্রার্থীর স্বামীর
স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পঞ্চায়েতের নির্দল প্রার্থী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কান্দি: ষষ্ঠীর রাতে চলল গুলি। মুর্শিদাবাদের কান্দিতে এক নির্দল প্রার্থীর স্বামীকে গুলি করে খুনের অভিযোগ। দেবীর বোধনের রাতেই বিষাদের সুর নেমে এসেছে কান্দির নতুনগ্রামে। মৃতের নাম পাওয়ার হোসেন। বয়স ৩৫ বছর। পাওয়ারের স্ত্রী নার্সিদা খাতুন এবারের পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে ভোটে লড়েছিলেন। তবে শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি। শুক্রবার রাতে নার্সিদার স্বামী পাড়ার একটি মাচায় বসেছিলেন। সেই সময়েই একদল দুষ্কৃতী এসে হামলা চালায় পাওয়ারের উপরে। পঞ্চায়েত প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

হামলার পরই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে। কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত পাওয়ার হোসেনের দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন নার্সিদা খাতুন। বলছেন, “সন্ধে সাতটার সময়েও আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। বলল, মাচায় বসে মিটিং করছি। আধ ঘণ্টা পর ফোন করবে বলল। তারপর আর ফোন এল না।” তবে কে বা কারা এই হামলা চালাল, তা বুঝে উঠতে পারছেন না নার্সিদা।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই পরিবার কোনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। অতীতে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। এরপর এবারের পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। তবে এদিনের ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article