মুর্শিদাবাদ: আবারও অবৈধ শপিং কমপ্লেক্স ভাঙার কাজ শুরু করল জেলা পূর্ত দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই কাজ শুরু হয়েছে। এর আগে মুর্শিদাবাদের কান্দিতে অবৈধ ভবন ভেঙেছিল পূর্ত দফতর। এরপর আবার ফের ভরতপুরে চলল বুলডোজার।
প্রসঙ্গত, ভরতপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে শপিং কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল জেলা পূর্ত দফতরের জায়গায়। এরপর কলকাতা হাইকোর্টে এক গৃহবধূ মামলা করেন। ওই মামলা হওয়ার পর ওই শপিং কমপ্লেক্সের কিছুটা অংশ গত ২২ শে অক্টোবর বুলডোজার দিয়ে ভেঙে ফেলে ভরতপুর এক নম্বর ব্লক প্রশাসন। পরে ফের মামলা হয় কলকাতা হাইকোর্টে।
সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় গোটা শপিং কমপ্লেক্সটি ভেঙে দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার সকাল থেকে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ওই শপিং কমপ্লেক্সটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করে জেলা পূর্ত দফতর। শপিং কমপ্লেক্স ভাঙার সময় যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার না ঘটে তার জন্য বাড়তি সতর্কতা হিসেবে ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করে রাখা হয়েছে।
এই বিষয়ে এক ব্যবসায়ী বলেন, “প্রথমে বলল রাস্তা বড় হবে। তারপর বলল বাজার তৈরি হবে। সেটা তৈরি হলেও দুবছর ধরে ফেলে রেখে দিল। কিছুই হল না। উল্টে আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেল।” আরও এক ব্যবসায়ী বলেন, “এই মার্কেট যখন ভাঙা হয় সেই সময় আমাদের এলাকার নেতারা বিডিও অফিসে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের দোকানঘর পাইয়ে দেওয়া হবে। কিন্তু কিছুই হয়নি। এখন আমরা রাস্তায় বসে গেলাম।”