Murshidabad: ফরাক্কার পর এবার নবগ্রাম, আরও এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 14, 2024 | 11:02 PM

Murshidabad:

Murshidabad: ফরাক্কার পর এবার নবগ্রাম, আরও এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
নবগ্রামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নবগ্রাম: মুর্শিদাবাদে ফের নাবালিকাকে নারী নির্যাতনের অভিযোগ। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেফতার এক। ফরাক্কার পর এবারের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে।

পুলিশ সূত্রে খবর, জানা গিয়েছে অভিযুক্ত যুবকের বয়স বত্রিশ বছর। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে সোমবার মুর্শিদাবাদ বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, রবিবার অর্থাৎ একাদশীর দিন এক নাবালিকাকে খুন করে বস্তাবন্দি করার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। ফুল দেওয়ার লোভ দেখিয়ে দশ বছরের মেয়েটিকে খুন করা হয় বলে দাবি পরিবারের। সোমবার মৃতের মায়ের অভিযোগ, তাঁদের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান যে প্রথমে খুনের মামলা দায়ের হয়েছিল। পরে পকসো আইনে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের শারীরিক অবস্থার খারাপ রয়েছে তাই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সোমবার আদালতে বিষয়টি জানানো হবে।ঘটনার জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এরই মধ্যে ফের একবার ধর্ষণের চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে।

Next Article