Murshidabad Fire: ‘যা করার করুন’, শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে জেল, ফিরে এসে ফের আগুন লাগানোর চেষ্টা ‘গুণধর’ জামাইয়ের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 25, 2022 | 6:19 PM

Murshidabad: প্রায় তিন মাস আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রামচাঁদ বাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে।

Murshidabad Fire: যা করার করুন, শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে জেল, ফিরে এসে ফের আগুন লাগানোর চেষ্টা গুণধর জামাইয়ের
গুণধর জামাই (নিজস্ব ছবি)

Follow Us

মুর্শিদাবাদ: শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগে একবার পুলিশ গ্রেফতার করেছিল জামাইকে। দীর্ঘদিন জেলেই ঠাঁই হয়েছিল তার। এরপর জেল থেকে ফিরে এসে ফের একই কাজ করল গুণধর জামাই। ফলত পুনরায় তার ঠাঁই হল জেলে।

মুর্শিদাবাদের ভগবানগোলার ওলাপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, প্রায় তিন মাস আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রামচাঁদ বাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে। পুলিশ সেই ঘটনায় তাকে গ্রেফতারও করে। কয়েক মাস জেল খাটার পর ফিরে আসে সুমন। অভিযোগ, বুধবার সকালে ফের সে শ্বশুরবাড়িতে আগুন ধরাতে যায় বলে। তখনই স্থানীয় বাসিন্দাদের কাছে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। এলাকাবাসী ছেলেটিকে বেঁধে রাখে। খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে সে। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ওই যুবক। সে বলেছে, ‘এর আগে বাড়ি পুড়িয়ে ছিলাম। আগের কেস নিয়ে আমাকে মারধর করেছে। গতকাল রাত্রে আমার বাড়ি পুলিশ গিয়েছিল। কে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল জানিনা। এগারোটার সময় আমি থানায় গিয়ে ছিলাম এরপর আমি বাড়ি চলে আসি। সকালে রাস্তায় আমাকে দেখেই হাঁসুয়া দিয়ে তারা করেছে। এরপর বাগানের দিকে যেতেই আমাকে ধরে নেয়। তারপর আমাকে মারধর করে। এর আগে আগুন ধরিয়ে দিয়েছিলাম। এইবার করিনি। এই বাড়ির সঙ্গে আমি কোনও সম্পর্ক রাখতে চাই না। এখন যা করার করুন!’

এক এলাকাবাসী বলেন, ‘তিন মাস আগে এসে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। ও যাদের সঙ্গে মেলামেশা করত তারাই এমন কাজ করেছে। তখন ধরতে পারা যায়নি। পালিয়ে গিয়েছিল। আজকে আবারও ভোররাতে ও একই কাজ করতে যায়। বাড়ি জ্বালাতে এসেছিল। তখনই সকালবেলায় ধরে ওকে। সেই কারণে ওকে ধরে আমরা বেঁধে রাখি।’

Next Article