মুর্শিদাবাদ: সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার সকাল থেকে বিধায়কের বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতরের অফিসাররা। প্রায় মাঝরাত হতে চলল, এখনও ধূলিয়ানের ডাকবাংলোয় বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে রয়েছে আয়কর অফিসারদের একটি টিম। এখনও চলছে আয়কর অভিযান। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় ৭১ লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে বিধায়কের বাড়ি থেকে। এর পাশাপাশি কিছু পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
সাগরদিঘির বিধায়কের শুধু বাড়িতেই নয়, তাঁর সঙ্গে যুক্ত আরও বেশ কিছু জায়গায় এদিন সকাল থেকে হানা দিয়েছিলেন আয়কর দফতরের অফিসাররা। ধূলিয়ানের অপর একটি বাড়ি ও চা কোম্পানি থেকে আয়কর অফিসাররা বেরিয়ে গেলেও ডাকবাংলোর বাড়িতে এখনও রয়েছে আয়কর অফিসারদের টিম। ডাকবাংলোর বাড়ির পাশাপাশি বিধায়কের সঙ্গে সম্পর্কিত একটি হাসপাতাল ও একটি স্কুলেও এখনও চলছে আয়কর অভিযান।
উল্লেখ্য, এদিন সকাল থেকে বিধায়কের বাড়িতে অভিযান চলছে। যদিও গোটা ঘটনাই রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন বায়রন বিশ্বাসের বাবা। এদিকে আজ সন্ধেয় প্রাথমিকভাবে জানা গিয়েছিল, প্রায় ১০ লাখ টাকা পাওয়া গিয়েছে তাঁর বাড়িতে। সেই খবর আসার কিছু সময় পরেই দেখা যায়, হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন বিধায়ক। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে টাকার অঙ্ক। সূত্র মারফত শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখনও ৭১ লাখ টাকার সন্ধান পেয়েছেন আয়কর অফিসাররা। এখনও ধূলিয়ানের ডাকবাংলোর বাড়ির ভিতরেই রয়েছে আয়কর দফতরের টিম।