মুর্শিদাবাদ: বাঁশবাগানে প্য়ান্ডেল খাটানো রয়েছে। সেখানে রাখা একটি টেবিল, সামনে পাঁচ-ছ’টা চেয়ার, ডেকরেটর্সের সাদা কাপড়ে মোড়ানো। সেটাই রাজ্য সরকারি চাকরির ইন্টারভিউ! আর সেখানেই বসে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা। চলছে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ। কিন্তু সরকারি চাকরির ইন্টারভিউ কী এভাবে হয়ে থাকে নাকি! খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় গ্রামে। লোকের মুখে মুখে খবর পৌঁছে যায় থানাতেও। গ্রামের নিতান্ত সাধারণ মানুষদেরও বুঝতে অসুবিধা হয়নি প্রতারণারই ফাঁদ পাতা হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। জালে ধরা পড়ে অভিযুক্ত। চাকরির নামে প্রতারণার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গিতে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলঙ্গির ফরিদপুর অঞ্চলের পাকুরদিয়ার এলাকায়। পুলিশ এই ঘটনায় আপাতত তিন জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সাহাবুল ইসলাম কয়েকজন বহিরাগতকে নিয়ে আসেন বাঁশবাগানের ওই প্যান্ডেলে। সেখানে তাঁদের ইন্টারভিউ বোর্ডের সদস্য হিসাবে পরিচয় দেন। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার বিশাল বাহিনী । পুলিশ জানতে পেরেছে, এই চক্র আগেই প্রতারণার জাল বিছিয়েছিল। বেশ কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকাও তুলেছে এই দল। তাঁরাই এদিন ইন্টারভিউ দিতে গিয়েছিলেন।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পাশাপাশি সেখান থেকে ল্যাপটপ এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করে। এই প্রতারণা নিয়ে ইতিমধ্যেই তদন্ত নেমেছে জলঙ্গি থানার পুলিশ। সাহাবুক ঠিক কোন চক্রের সঙ্গে জড়িত, এভাবে ঠিক কত টাকার প্রতারণা তাঁরা করেছেন, এই সব বিষয়গুলো খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।