Mamata Banerjee on Rahul: ‘ভাঙা গাড়ি নিয়েই বাংলায় প্রবেশ করেছে রাহুলরা’, নীতীশের কোর্টে বল ঠেললেন মমতা

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 31, 2024 | 5:12 PM

Mamata Banerjee: মমতা বলেন, "মেসেজ পেলাম রাহুলের গাড়িতে কারা কাচ ভেঙে দিয়েছে। আমরা তো এসব পছন্দ করি না। করিও না। পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা বাংলায় হয়নি। কাটিহারে হয়েছে।" এই প্রসঙ্গে নীতীশ কুমারের নামও উল্লেখ করেন মমতা।

Mamata Banerjee on Rahul: ভাঙা গাড়ি নিয়েই বাংলায় প্রবেশ করেছে রাহুলরা, নীতীশের কোর্টে বল ঠেললেন মমতা
রাহুলের গাড়িতে আক্রমণে মুখ খুললেন মমতা
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: দ্বিতীয় দফায় ন্যায় যাত্রা নিয়ে বাংলার প্রবেশ করতেই বিভ্রাট। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়ির কাচ কীভাবে ভেঙে গিয়েছে, সেই ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। সরব হয়েছে কংগ্রেসের বঙ্গ নেতারা। সরাসরি শাসক দলের বিরুদ্ধে কোনও অভিযোগ না উঠলেও রাজনৈতি চাপান-উতোর শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দাবি, বাংলায় কেউ রাহুলের গাড়ির কাচ ভাঙেনি। কাচ ভাঙা অবস্থাতেই বাংলায় প্রবেশ করেছেন রাহুল গান্ধী। বিহারের কাটিহারে হামলা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেছেন মমতা।

এদিন রাহুল গান্ধী যখন বিহারের কাটিহার থেকে বাংলার মালদহে প্রবেশ করেছেন, সেই সময় মালদহের সভাতেই বক্তব্য পেশ করছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকে মুর্শিদাবাদে যান মমতা। মুর্শিদাবাদের মঞ্চ থেকে মমতা দাবি করেন, মালদহ থেকে হেলিকপ্টারে ওঠার পর তাঁর কাছে একটি মেসেজ আসে। তখনই তিনি রাহুলের গাড়িতে হামলার কথা জানতে পারেন।

মমতা বলেন, “মেসেজ পেলাম রাহুলের গাড়িতে কারা কাচ ভেঙে দিয়েছে। আমরা তো এসব পছন্দ করি না। করিও না। পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা বাংলায় হয়নি। কাটিহারে হয়েছে।” এই প্রসঙ্গে নীতীশ কুমারের নামও উল্লেখ করেন মমতা। তিনি বলেন, “বিহারে সবেমাত্র বিজেপি আর নীতীশ এক হয়েছে। ওদের রাগ থাকতেই পারে। কিন্তু এখানে যে কেউ মিটিং মিছিল করতে পারে। আমাদের কোনও আপত্তি নেই।”

কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ বলেন, “ম্যাপ হাতে নিয়ে তো কথা বলতে হবে এবার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটুকু বলতে হবে যে রাহুলকে থাকা-খাওয়ার অনুমতি কেন দেওয়া হচ্ছে না।”

Next Article