Custodial Death: হেফাজতে মৃত্যু বন্দির, পুলিশের মারে প্রাণহানির অভিযোগ পরিবারের

Koushik Ghosh | Edited By: অংশুমান গোস্বামী

Nov 22, 2023 | 7:54 PM

মৃতের নাম রাকিব শেখ (৪৬)। বাড়ি সুতি থানার অন্তর্গত পাঁচগাছিয়া এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, কোনও কারণ ছাড়াই তাঁকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। হেফাজতে মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় তাঁর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Custodial Death: হেফাজতে মৃত্যু বন্দির, পুলিশের মারে প্রাণহানির অভিযোগ পরিবারের
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

সুতি: পুলিশি হেফাজতে থাকার সময় মারধরের জেরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। মৃতের নাম রাকিব শেখ (৩৬)। বাড়ি সুতি থানার অন্তর্গত পাঁচগাছিয়া এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, কোনও কারণ ছাড়াই তাঁকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। হেফাজতে মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় তাঁর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাড়ি থেকে পুলিশ তুলে এনেছিল রাকিবকে। কোনও অভিযোগ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে অভিযোগ তাঁর বাবার। রাকিবকে আদালতেরও তোলা হয়েছিল। বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। রবিবার জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন রাকিব। তখন তাঁকে ভর্তি করা হয় জঙ্গিপুর হাসপাতালে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সেখানেই মঙ্গলবার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়। বুধবার রাকিবের ময়নাতদন্ত করা হয়েছে।

রাকিবের মৃত্যু নিয়ে তাঁর বাবা জাকির শেখ বলেছেন, “বাড়ি থেকে ধরে থানায় নিয়ে গিয়েছিল। বলেছিল সন্ধ্যায় ছেড়ে দেব। সন্ধ্যায় ফোন করলাম। বলল সকালে ছাড়ব। তার পর আদালতে চালান করেছে। কিন্তু কোনও অভিযোগের কাগজ আমাদের দেখায়নি। পুলিশের মারে মৃত্যু হয়েছে। জঙ্গিপুরে ভর্তি ছিল। ওখানে বলেছে ছেলেকে মেরেছে।” যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন নেশা করতেন ওই ব্যক্তি। দিন কয়েক আগেই আর্মহাস্ট স্ট্রিট থানায় এক যুবকের মৃত্যু হয়। তার পর ফের হেফাজতে বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনা ঘটল।

Next Article