মুর্শিদাবাদ: রাত্রিবেলাও ছিল বিগ্রহ। বুধবার সকাল হতেই মন্দির খুলতেই তাজ্জ্বব সকলে। উধাও বিগ্রহ। ফের চোর এসে চুরি করে নিয়ে গেল বিগ্রহ। এই নিয়ে চারবার চুরির ঘটনা ঘটেছে ওই মুর্শিদাবাদের কান্দি থানার পার্ব্বতীপুর এলাকায়।
জানা গিয়েছে, নদীর তীরে অবস্থিত ঐতিহ্য প্রাচীন মনসা মন্দির। নিত্যদিনের মতো মঙ্গলবার রাত্রিবেলা পুজোর পর তালা দেওয়া হয়েছিল। তবে সকালে মন্দিরের গেটের তালা ভেঙে বিগ্রহ চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বুধবার সকালে গ্রামের বাসিন্দা প্রণাম করতে এসে দেখেন মন্দির থেকে উধাও মনসা বিগ্রহ। এলাকাবাসীর দাবি, ওই বিগ্রহটি অষ্টধাতুর তৈরি।
গ্রামবাসীরাই মন্দিরের পুরহিত ও পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এই প্রথম নয় এর আগে তিন বার চুরি হয়েছে এই মনসার বিগ্রহ। এই নিয়ে চার বার চুরির ঘটনা ঘটল। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তবে কে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।