ফরাক্কা: আবার উত্তরপ্রদেশ। আবার গাজিয়াবাদ। ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। কয়েকদিন আগে গাজিয়াবাদে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তিনজন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনার পর ফের মৃত্যুর খবর। মৃতের নাম প্রতুল মণ্ডল (৩৩)। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রামের পঞ্চায়েতের অন্তর্গত সিংপাড়া এলাকা। সেখানে রুজির টানে প্রায় তিনমাস আগে রাজমিস্ত্রির কাজ নিয়ে গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা দেন। গত বৃহস্পতিবার দুপুর নাগাদ কর্মসংস্থান ছেড়ে খাবার খেতে বের হয় তিনি। সেই সময় দুর্ঘটনায় গুরুতর জখম হন।
দ্রুত প্রতুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার মৃত্যু হয় তাঁর। এ দিকে, প্রতুলের খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের এক সদস্য বলেন, “এখানে কোনও কাজ নেই। সেই কারণেই বাইরে চলে গিয়েছিল। গত বৃহস্পতিবার দুপুর নাগাদ খেতে বেরিয়েছিল। তারপর গাড়ি ধাক্কা মারে ওকে। কেউ কেউ আবার বলছে ২৪ তলার উপর থেকে পড়ে গিয়েছে।”
উল্লেখ্য, বিগত কিছুদিনে রাজ্যের একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে কাজে গিয়ে। কিছুদিন আগেই মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল মালদায় ২৩ জন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদেরই তিন শ্রমিক গাজিয়াবাদে কাজে গিয়ে প্রাণ হারান। গতকালও দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিক গুজরাটে কাজে গিয়ে প্রাণ হারিয়েছেন।