Deadbody Recover: নিখোঁজ থাকার পর ভাগীরথী থেকে উদ্ধার কিশোরের দেহ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 17, 2022 | 11:57 AM

Murshidabad: মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। পরিবার সূত্রে খবর, রবিবার থেকেই নিখোঁজ ছিল রণি। এরপর বুধবার সকালে বহরমপুরের ভাগীরথীতে তার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

Deadbody Recover: নিখোঁজ থাকার পর ভাগীরথী থেকে উদ্ধার কিশোরের দেহ
কিশোরের দেহ উদ্ধার (নিজস্ব ছবি)

Follow Us

বহরমপুর: দু’দিন নিখোঁজ থাকার পর কিশোরের গলা কাটা দেহ উদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বহরমপুরে। মৃতের নাম রণি হালদার (১৬)। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। পরিবার সূত্রে খবর, রবিবার থেকেই নিখোঁজ ছিল রণি। এরপর বুধবার সকালে বহরমপুরের ভাগীরথীতে তার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ইতিমধ্যে সেটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। একটা বাচ্চা ছেলে এই ভাবে শেষ হয়ে গেল। এরপর আমরা প্রশাসনকে ফোন করি। প্রশাসন এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আমরা চাই যে খুন করছে তার ফাঁসি হোক। এলাকাবাসী কিছুই জানত না। তারা কী করে জানবে যে এই ভাবে খুন হতে হবে। এখানকার ছোট ছেলেরা অনেক রাত অবধি আড্ডা মারে। অনেকেই আড্ডা মারত। এখন জানি না ওদের মধ্যে আদৌ কোনও গণ্ডগোল হয়েছিল কি না। হলেও কী হয়েছিল। তা বলে খুন? আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।’

 

Next Article