মুর্শিদাবাদ: দুটো গাড়িই আলাদা লেনে যাচ্ছিল। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে লেন পাল্টে বিপরীত দিকে থেকে আসা একটি অটোর মুখোমুখি চলে আসে স্করপিওটি। চোখের নিমেশে ঘটে যায় বড় বিপর্যয় (Accident)। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুছড়ে যায় অটো। যাত্রীবাহী গাড়িটি পুরো উল্টে যায়। ভিতরে দলা পাকিয়ে আটকে যায় শরীরগুলো। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ১০ জন। বৃহস্পতিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাঁরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি। মুর্শিদাবাদের (Murshidabad) ৩৪নং জাতীয় সড়কে সুতি এক নম্বর ব্লকের ধলা মোড়ের বীভৎস ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার চাকা গাড়িটি ফরাক্কা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল না। কোনও কারণে যান্ত্রিক গোলযোগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। আচমকাই উল্টো দিকে চলে যায়।
উল্টো দিক থেকে সে সময় যাত্রীবাহী অটো আসছিল। অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। যাত্রীবাহী গাড়ির ভিতরেই দলা পাকিয়ে যান যাত্রীরা। কোন এক যাত্রীর হাত গাড়ির জানলা দিয়ে বাইরে বেরিয়ে ছিল। কোনও ভাবে তা ধরেই টেনে বার করা হয় তাঁকে। কোনও ক্রমে যাত্রীদের একে একে গাড়ির জানলা দিয়ে বার করে আনেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
স্থানীয়দের তৎপরতায় মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আহতদের নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: ‘মমতা মিথ্যা বলছেন, নাটক করছেন’, বিস্ফোরক প্রত্যক্ষদর্শী, ঘটনার মুহূর্তের ভিডিয়ো ফাঁস
অন্যাদিকে, মুর্শিদাবাদের বেলডাঙার ৩৪নং জাতীয় সড়কে মীর্জাপুরের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনাতেও মৃত্যু হয় ২ শিশুর, আহত হন আরও চার জন। মৃতদের নাম ইরাক হোসেন(৭) ও সেলিম শেখ (১১)। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।