Murshidabad: ‘বারবার বলছিলাম ডাক্তার দেখা…’ জ্বর হয়েছে ভেবে নিজেই ওষুধ খান দু’দিন, তারপরও কমেনি, শেষমেশ কলেজছাত্রের শরীরে ধরা পড়ল আসল রোগ!

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 09, 2024 | 7:29 PM

Murshidabad: পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে, জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল। বেশ কিছুদিন ধরেই জ্বর হচ্ছিল সোহেলের। কিন্তু প্রথমে নিজে থেকে ওষুধ খেয়েছিলেন। কিন্তু তাতে না কমায় চিকিৎসক দেখান।

Murshidabad: বারবার বলছিলাম ডাক্তার দেখা... জ্বর হয়েছে ভেবে নিজেই ওষুধ খান দুদিন, তারপরও কমেনি, শেষমেশ কলেজছাত্রের শরীরে ধরা পড়ল আসল রোগ!
ডেঙ্গিতে মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত কলেজ ছাত্রের সোহেল রান (১৯)।

পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে, জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল। বেশ কিছুদিন ধরেই জ্বর হচ্ছিল সোহেলের। কিন্তু প্রথমে নিজে থেকে ওষুধ খেয়েছিলেন। কিন্তু তাতে না কমায় চিকিৎসক দেখান। চিকিৎসকের পরামর্শে সুতির মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি হন।

কিন্তু তাঁর জ্বর কমছিল না। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। দুদিন পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। প্লেটলেট নেমে যেতে থাকে। চিকিৎসকদের সব চেষ্টা বিফলে যায়। তিন দিনের মাথায় ডেঙ্গিতে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় কলেজ পড়ুয়ার। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরের দিকে শরীরের উন্নতি হলেও তারপরেই আবার শরীর অবনতি হওয়ায় তাঁকে জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উমরপুর তালাই মোড় সংলগ্ন বেসরকারি নার্সিংহোমে আইসিইউতে ভর্তি করা হয়।

সোহেল ওরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষে পড়াশুনা করতেন। মঙ্গলবার রাতে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। সোহেলের মায়ের কথায়, “ওর জ্বর হচ্ছিল। প্রথমে আমিই ওকে ওষুধ খেতে বলি। কিন্তু তারপর যখন জ্বর কমছিল না, ডাক্তার দেখাতে বলি। ও বলে দুদিনেই কমে যাবে। নিজেই ওষুধ খাচ্ছিল। কিন্তু তারপর একেবারে শুয়ে পড়ে খাটে…” বলতে বলতেই বাক্যিহারা হলেন তিনি। ওই এলাকায় আরও ছ’জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এলাকা পরিদর্শনে যাওয়ার পাশাপাশি ডেঙ্গি নিরসনে যাবতীয় পদক্ষেপ শুরু করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article