Murshidabad: বিবাহিত মহিলাকে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিতে এসেছিলেন যুবক! পাড়ার লোক দু’জনকে যে অবস্থায় দেখল

Murshidabad: জোৎস্না বিবি নামে রানিতলা থানার বিডিও পাড়া এলাকার বাসিন্দার সঙ্গে ঘটনাটি ঘটেছে। পুলিশকে জোৎস্না বিবি জানিয়েছেন, তিনি এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন জামিরুউদ্দিন নামে এক যুবক কিছু টাকার বিনিময়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিচ্ছে।

Murshidabad: বিবাহিত মহিলাকে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিতে এসেছিলেন যুবক! পাড়ার লোক দুজনকে যে অবস্থায় দেখল
অভিযুক্ত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 01, 2024 | 6:39 PM

মুর্শিদাবাদ:  এক বিবাহিত মহিলার কাছে থেকে কন্যাশ্রী প্রকল্পের টাকার কাটমানি নিতে এসেছিলেন। হাতেনাতে ধরা পড়লেন যুবক। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার নেতাজি মোড় এলাকায়। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত যুবকের নাম জামিরুউদ্দিন। তাঁর বাড়ি ভগবানগোলার কুঠিরামপুর পঞ্চায়েতের গোবরা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোৎস্না বিবি নামে রানিতলা থানার বিডিও পাড়া এলাকার বাসিন্দার সঙ্গে ঘটনাটি ঘটেছে। পুলিশকে জোৎস্না বিবি জানিয়েছেন, তিনি এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন জামিরুউদ্দিন নামে এক যুবক কিছু টাকার বিনিময়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিচ্ছে। তাই তিনি ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে সমস্ত নথি দেন এবং কন্যাশ্রী প্রকল্পের টাকাও পান।

ওই মহিলার অভিযোগ, এখন জামিরুউদ্দিন শেখ দাবি করছে তাঁকে ২৫ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা দিতে হবে নাহলে কোনও নথি তাঁকে দেবে না। এদিন তাই জোৎস্না বিবি নামে ওই মহিলা টাকা দিতে এসেছিলেন। আর তখনই স্থানীয় মানুষজন জানতে পেরে ওই যুবককে ধরে ফেলেন। পরে ভগবানগোলা থানার পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।  তদন্ত শুরু করেছে ভগবানপুর।