মুর্শিদাবাদ: ১০০ দিন পরে কবর থেকে তোলা হচ্ছে মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার শীতলনগর এলাকায়। শীতলনগর এলাকার বাসিন্দা রফিকূল হাসানের মৃত্যুর নিয়ে রহস্য দানা বাঁধে। প্রায় ১০০ দিন আগে অস্বাভাবিক মৃত্যু হয় রফিকূলের। পরিবারের দাবি, যেদিন মৃত্যু হয়েছিল, সেই দিনই মৃতের ভাইয়েরা জোরপূর্বক জমি রেজিস্ট্রি করিয়ে নিয়েছিলেন। আর সেই ঘটনার কয়েকদিনের ব্যবধানেই রফিকূলের অস্বাভাবিক মৃত্যু হয়।
রফিকূলের মৃত্যুতে রহস্য দানা বাঁধে। মৃতের স্ত্রী জানান, মৃত্যুর পরে রফিকূলের গলায় নাকি দাগ ছিল। মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। রফিকূলকে খুন করা হয়েছিল বলেই অভিযোগ তোলেন মৃতের স্ত্রী ও সন্তান। তদন্তে নামে পুলিশ। জল গড়ায় আদালত পর্যন্ত। আদালত রফিকূলের দেহ কবর থেকে তোলার নির্দেশ দেয় দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য। প্রায় ১০০ দিন পরে মঙ্গলবার দুপুরে সঠিক তদন্তের স্বার্থে কোটের নির্দেশে রফিকূলের দেহ তোলা হয় কবর থেকে।
এদিন পুলিশি কড়া নিরাপত্তার মধ্যে দেহ কবর থেকে তোলা হয়। মাংস গলে কেবল কঙ্কালই উদ্ধার হয়। এদিন কবর থেকে দেহ তোলার দৃশ্য দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীরাও চাইছেন, কবর থেকে মৃতদেহ তুলে সঠিক তদন্ত হোক।
যদিও অভিযুক্তের স্ত্রীর বক্তব্য, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে রফিকূল হাসানের।