মুর্শিদাবাদ: হোটেলে নিয়ে গিয়ে এক যুবতীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় এক চিকিৎসক। জানা যাচ্ছে, অভিযুক্ত ওই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্মরত। যুবতী কলকাতা সংলগ্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগের ঘটনা। ওই যুবতীর সঙ্গে অভিযুক্ত চিকিৎসকের আগে থেকেই সম্পর্ক ছিল। কিছুদিন আগে বহরমপুরের একটি হোটেলে যুবতীকে নিয়ে যান চিকিৎসক। অভিযোগ, মাদক খাইয়ে যুবতীকে ধর্ষণ করেন।
ওই হোটেলে অচৈতন্য অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে ছিলেন ওই যুবতী। তাঁর বয়ান অনুযায়ী, পরে জ্ঞান ফিরলে শরীরে অস্বস্তি অনুভব করেন। কোনওক্রমে হোটেল থেকে বেরিয়ে বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই হাসপাতালে ডিউটিতে দেখা যাচ্ছে না ওই চিকিৎসককে। পুলিশ তাঁর খোঁজ করছে। আরজি কর কাণ্ডের মধ্যেই এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই যুবতীর সঙ্গে চিকিৎসকের পূর্ব কোনও সম্পর্ক ছিল না, কেন তিনি চিকিৎসকের সঙ্গে হোটেলে গিয়েছিলেন, সবই খতিয়ে দেখছে পুলিশ।