মুর্শিদাবাদ: ওপিডি-র মধ্যেই ফাইনাল ইয়ারের চিকিৎসক পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগের তির হাসপাতালেরই এক চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা ওই চিকিৎসক পড়ুয়া।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ৩০ সেপ্টেম্বরের। এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি নিগৃহীতা। তাঁর বয়ান অনুযায়ী, ওই দিন হাসপাতালের ওপিডি অর্থোপেডিক সার্জারি বিভাগের এক চিকিৎসক তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
এরপর তিনি কাউকেই ভয়ে বিষয়টি জানাতে পারেননি। হাসপাতালের মধ্যে যদি তাঁর ওপর চাপ তৈরি হয়, সেই ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন। এতদিনে তিনি প্রকাশ্যে এসে ওই চিকিৎসকের বিরুদ্ধে মুখ খোলেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক পড়ুয়া।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে এখনও অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় গত শনিবার থেকে আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসকরা। সোমবার রিলে অনশনে যোগ দেন আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। সিনিয়র চিকিৎসকরাও বিভিন্ন হাসপাতালে গণ ইস্তফা দিচ্ছেন। তার মধ্যেই এই ধরনের অভিযোগে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।