Domkol Bomb Recovered: স্বাধীনতা দিবসের আগের রাতেই ডোমকলে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 15, 2022 | 4:04 PM

Domkol Bomb Recovered: খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ব্যাগটি বাজেয়াপ্ত করে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড টিমকে।

Domkol Bomb Recovered: স্বাধীনতা দিবসের আগের রাতেই ডোমকলে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার
বোমা উদ্ধার

Follow Us

মুর্শিদাবাদ: স্বাধীনতা দিবসের আগেও হলুদের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে এর আগেও বোমা উদ্ধার হয়েছে একাধিকবার। কিন্তু স্বাধীনতা দিবসের আগের রাতেও বোমা উদ্ধার বেশ কিছু প্রশ্ন তুলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসেরগঞ্জের বলবলপাড়ায় স্থানীয় কয়েকজন চাষি জমি থেকে ফিরছিলেন। সে সময় হলুদের জমিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁদের ব্যাগটা দেখেই সন্দেহ হয়েছিল। পরে দেখতে পান, ব্যাগে তাজা বোমা রয়েছে।

খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ব্যাগটি বাজেয়াপ্ত করে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড টিমকে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কিন্তু এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

বোমাগুলি কে বা কারা এখানে রেখে গেল,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকায় স্বাধীনতা দিবসের দিন কোনও অপরাধ সংঘঠিত করার কোনও পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

চলতি মাসের প্রথম দিকেই মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা মাঠ এলাকার শিয়ালমারী নদীর ধার থেকে তাজা বোমা উদ্ধার হয়। তার ঠিক সপ্তাহ খানেক আগেই ২২টি তাজা বোমা উদ্ধার হয়। এর আগে সামশেরগঞ্জে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় এক শিশু জখম হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোরগোল পড়ে যায় এলাকায়।

Next Article