রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখার আগুন, আতঙ্ক ছড়াল গ্রাহকদের মধ্যে

May 11, 2021 | 12:01 PM

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় আগুন। চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) আজিমগঞ্জে।

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখার আগুন, আতঙ্ক ছড়াল গ্রাহকদের মধ্যে
নিজস্ব চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় আগুন। চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) আজিমগঞ্জে।

মঙ্গলবার সকালে ব্যাঙ্কর খোলার পরপরই ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয়রা। প্রথমে ব্যাঙ্কের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। এই অবস্থায় ব্যাঙ্কের গ্রাহকরাও আসতে শুরু করেন। তার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভাতে শুরু করেন। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তাও আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: দিদি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সালিশিসভায় অভিযুক্তকে চিহ্নিত করেছিল ‘সে’, ১০ বছরের বালকের মর্মান্তিক পরিণতি

বিভিন্ন দরকারি কাগজপত্র পুড়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে তৎপরতার সঙ্গে আগুন নেভানোয় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

 

Next Article