Murshidabad Firing: ফের প্রকাশ্যে চলল গুলি, ডোমকলে সালিশি সভায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 30, 2022 | 7:31 PM

Murshidabad: অভিযোগ, মেহেদিপাড়ার দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। সেই পারিবারিক বিবাদে ঢুকে পড়ে স্থানীয় দুই গোষ্ঠী বলে অভিযোগ।

Murshidabad Firing: ফের প্রকাশ্যে চলল গুলি, ডোমকলে সালিশি সভায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১
মুর্শিদাবাদে চলল গুলি। নিজস্ব চিত্র।

Follow Us

মুর্শিদাবাদ: ফের রাজ্যে চলল গুলি। সালিশি সভাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোন মাঠপাড়া এলাকায়। নিহতের নাম আফজল হোসেন (৩৫)। মৃতের বাড়ি ডোমকলের মেহেদিপাড়া এলাকায়। সালিশি সভা চলাকালীন গুরুতর আহত হন আফজল হোসেন। তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আহত হয়েছেন দু’জন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। তবে কারা এই গুলি চালানো তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

অভিযোগ, মেহেদিপাড়ার দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদই এদিন রক্তারক্তিকাণ্ড ঘটায়। প্রাণ পর্যন্ত যায় একজনের। বুধবারও দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে হাতাহাতির উপক্রম হয়েছিল বলেই স্থানীয় সূত্রে খবর। ঝামেলা মেটাতে বৃহস্পতিবার দুপুরে সালিশি সভা ডাকা হয়। সেই সময় আবারও দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা পাওয়ার চেষ্টা করছে। অভিযোগ, সালিশি সভায় গুলির পাশাপাশি বোমাও ছোঁড়া হয়।

সইদুল মোল্লা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “একটা বিষয়ে মীমাংসা করতে গিয়েছিল। আফজল, সাবেদুলরা কথাই বলেনি। তার আগেই কারা যেন বোমা, গুলি শুরু করে। পাড়ারই ঝামেলা, তা নিয়ে সালিশি। কেন যে মারল কিছুই বুঝলামই না। চারজন আহত হয়েছেন।” সইদুল মোল্লা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “একটা বিষয়ে মীমাংসা করতে গিয়েছিল। আফজল, সাবেদুলরা কথাই বলেনি। তার আগেই কারা যেন বোমা, গুলি শুরু করে। পাড়ারই ঝামেলা, তা নিয়ে সালিশি। কেন যে মারল কিছুই বুঝলামই না। চারজন আহত হয়েছেন।”

 

Next Article