মুর্শিদাবাদ: সাত সকালে বাড়িতে লেগে গিয়েছিল আগুন। সেই লেলিহান শিখা থেকে বের হতে পারেনি বছর সত্তরের বৃদ্ধা। প্রতিবেশীদের চেষ্টায় কোনও মতে তাঁকে উদ্ধার হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত্যু তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জোতকমল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাধনা ভাস্কর(৬৮)। তাঁর এক ছেলে আছে। তিনি কাজের জন্য বাইরে থাকেন। ফলে বাড়িতে একাই থাকেন ওই বৃদ্ধা। এরপর মঙ্গলবার সকালে এলাকাবাসী দেখেন ওই বাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। তড়িঘড়ি তাঁরা ছুটে আসেন বাড়িটির সামনে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তাঁরাই এসে বৃদ্ধোর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই বৃদ্ধাকে। পাশাপাশি নিজেরাও আগুন নেভানোর কাজ শুরু করে। কীভাবে এই আগুন লাগল সেই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা তখন ঘুমোচ্ছিলাম। ভাইপো এসে বলল কাকা তোমার দোকানের পাশে আগুন লেগে গিয়েছে। তাড়াতাড়ি গেলাম। গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে-সঙ্গে আমি সেখানে গিয়ে আরও লোকজনকে ডেকে আনি। তাঁরা আবার পুলিশ ও দমকলকে ফোন করে। জানতে পারি ভিতরে ওই বৃদ্ধা মহিলা বেরতে পারেননি। উনি একাই থাকতেন শুনেছি। মারা গিয়েছন এখন জানতে পারলাম।”