Raninagar Bomb Recover: গণনার আগের দিনও বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ থেকে

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 03, 2024 | 12:48 PM

Murshidabad: জানা গিয়েছে, রাস্তার পাশের একটি পাটের জমিতে প্লাস্টিকের জার রাখা ছিল। একই সঙ্গে পাশে রাখা ছিল একটি বস্তাও। সেই বস্তার ভিতরে প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। যার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে।

Raninagar Bomb Recover: গণনার আগের দিনও বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ থেকে
বোমা উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রানিনগর: মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে ভোটের আগে হোক বা পরে বরাবরই বোমা উদ্ধারের ঘটনা ঘটে। শুধু উদ্ধার নয়, বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এবার নির্বাচনের গণনার ঠিক আগে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হল সেখান থেকে। ঘটনাস্থল মুর্শিদাবাদের রানিনগর থানার মালিবাড়ি ১ নম্বর অঞ্চলের চুয়াপাড়া এলাকার ঘটনা।

জানা গিয়েছে, রাস্তার পাশের একটি পাটের জমিতে প্লাস্টিকের জার রাখা ছিল। একই সঙ্গে পাশে রাখা ছিল একটি বস্তাও। সেই বস্তার ভিতরে প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। যার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে। তাঁরা এসে বোমার জায়গাটি ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়্যাডকে।

এ দিকে, আগামিকাল ভোটের গণনা। তার আগে এহেন তাজা বোমা উদ্ধার নিতান্তই চিন্তা বাড়িয়ে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুলিশের। স্থানীয় এক বাসিন্দা বলেন, “জঙ্গলের মধ্যে পড়ে ছিল অনেক-অনেক বোমা। আমরা ওই রাস্তা দিয়েই যাতায়াত করি। সেই সময়ই দেখতে পাই। যদি ফেটে যেত তাহলে অনেক কিছু হয়ে যেতে পারত। আতঙ্কে তো রয়েছি।”

 

 

 

Next Article