Murshidabad: প্যানক্রিয়াসের দুটো অংশ ছিন্নভিন্ন হয়ে ফেটে যায়, পেটের মধ্যে শিরা-উপশিরায় চাপ চাপ রক্তের দলা! তারপরও ১৬ বছরের এই কিশোর আজ দৃষ্টান্ত

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 09, 2025 | 2:20 PM

Murshidabad: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহম্মদ শেখ জঙ্গিপুর এলাকার বাসিন্দা। ওই কিশোর পড়ে গিয়ে তার পেটে লাগে। এরপর বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

Murshidabad: প্যানক্রিয়াসের দুটো অংশ ছিন্নভিন্ন হয়ে ফেটে যায়, পেটের মধ্যে শিরা-উপশিরায় চাপ চাপ রক্তের দলা! তারপরও ১৬ বছরের এই কিশোর আজ দৃষ্টান্ত
কিশোর
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: বাড়ির সামনেই বাইক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন। পেটে অসহ্য যন্ত্রণা। প্রথমটায় চিকিৎসকরা বুঝতে পারেননি। পরীক্ষা করে দেখা যায়, অগ্নাশয় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বছর ষোলোর মহম্মদ শেখের জটিল অস্ত্রোপচার হল। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহম্মদ শেখ জঙ্গিপুর এলাকার বাসিন্দা। ওই কিশোর পড়ে গিয়ে তার পেটে লাগে। এরপর বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানতে পারেন, অগ্নাশয় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এরপর জরুরি ভিত্তিতে প্রায় সাড়ে ছ’ঘণ্টার অপারেশনের পর সেই জটিল অস্ত্রোপ্রচার সফল হয়।

জেনারেল সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর চিকিৎসক সুদীপ সরকার জানান এই বিভাগের বিভাগীয় প্রধান চন্দন রায়ের উপস্থিতিতে এই জটিল অস্ত্রোপচার সফল হয়েছে।

চিকিৎসক বলেন, “বাইক দুর্ঘটনার পর ও যখন আমাদের কাছে এসেছিল, তখন ওর অগ্নাশয়ের অবস্থা মারাত্মক খারাপ। অগ্নাশয় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। প্যানক্রিয়াসের চারটে পার্ট থাকে, মাথা-গলা-বডি-লেজ! মাথা-গলার মাঝের অংশ ছিন্নভিন্ন হয়ে ফেটে যায়। আঘাত আসলে পাকস্থলির কাছে লেগেছিল। পেটের মধ্যে প্যানক্রিয়াটিক জুস চারপাশে ছড়িয়ে পড়ে। রক্তের দলা জমতে থাকে। ৪৮ ঘণ্টার মধ্যে অপারেশন না করা যেত, তাহলে প্যানক্রিয়াসে পচন ধরত। মৃত্যু পর্যন্ত হতে পারত।”