Manipur Terror Attack: মেয়েকে কথা দিয়ে বলেছিলেন, ‘খুব তাড়াতাড়ি ফিরব!’ ফিরছে জওয়ানের কফিনবন্দি দেহ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 14, 2021 | 11:58 AM

Murshidabad: পঞ্চমীর দিন ছুটি কাটিয়ে কাজে যোগ দেন শ্যামল‌।

Manipur Terror Attack: মেয়েকে কথা দিয়ে বলেছিলেন, খুব তাড়াতাড়ি ফিরব! ফিরছে জওয়ানের কফিনবন্দি দেহ
নিহতের আত্মীয়

Follow Us

মুর্শিদাবাদ: কোয়ার্টারে ফিরে ফোনে কথা বলবেন বলেছিলেন। কিন্তু আর ফেরা হল না। তার আগেই জঙ্গিদের গুলিতে চলে গেল তাজা প্রাণ। বাড়ির ছেলে যে আর নেই সেই কথা বিশ্বাস করতেই পারছেন না তাঁরা। কিছুক্ষণ আগে ফোনে কথা বললেন যার সঙ্গে সে আর নেই এমনটাই ভেবেই মূর্চ্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা।

গতকাল অসম রাইফেলস বাহিনী(Assam Rifles Force)র কনভয়ে নারকীয় হামলা চালায় মণিপুরের জঙ্গি সংগঠন (Terror Organization)। সেই ঘটনায় নিহত হন পাঁচজন। তার মধ্যে রয়েছেন একজন বাঙালি।

শহিদ জওয়ানের নাম শ্যামল দাস। মুর্শিদাবাদ খড়গ্ৰামের কীর্তিপুরের কাছে বাড়ি তাঁর। হামলা হওয়ার কয়েক মুহুর্ত আগে ফোনে কথা বলছিলেন তিনি। এরপর কোয়ার্টারে গিয়ে কথা বলবেন বলেছিলেন শ্যামল। কিন্তু সেই কথাই শেষ কথা। ফোন রাখার পরই অর্তকিতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারান তিনি। এরপরই ফের ফোন যায় পরিবারের কাছে। পরিবারের সদস্যরা ভাবেন হয়ত শ্যামল কোয়ার্টারে পৌঁছে গিয়েছে। কিন্তু সেই ভাবনাই হল সার। হিন্দিভাষী কেউ একজন ফোনে জানান যে শ্যামল আর নেই। এরপরই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

ইতিমধ্যে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে খবর, পুজোর পঞ্চমীর দিন ছুটি কাটিয়ে কাজে যোগ দেন শ্যামল‌। যাওয়ার আগে মেয়েকে কথা দিয়েছিলেন খুব শীঘ্রই তিনি বাড়ি ফিরবেন। কিন্তু সবটাই শেষ হয়ে গেল একলহমায়। এখন ফিরছে শুধু তাঁর কফিনবন্দি দেহ।

অঝোরে কেঁদে চলেছেন শ্যামল দাসের স্ত্রী। তিনি বলেন, “গতকালই কথা হয়েছিল আমার সঙ্গে। বললে যে কোয়ার্টারে ফিরে জানাবে। এরপর অন্য একজন ফোন করলেন। জানতে চাইলেন বাড়িতে কে কে রয়েছে। তারপরই জানালেন উনি আর নেই। ”

প্রসঙ্গত, সেনা কনভয়ে জঙ্গিহানা (Terrorist Attack)। সেনাবাহিনীর এক কর্নেল(Colonel)-র পরিবার ও তিন সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  বিগত কয়েক দশকে মণিপুরে (Manipur) এটিই সবথেকে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা নাগাদ মণিপুরের চূড়াচন্দপুরে সেনাবাহিনীর কনভয়ে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। মায়ানমার সীমান্তের কাছে একটি জায়গায় সেনাবাহিনীর উপর ওই হামলা চলেছে বলে জানা গিয়েছে। অসম রাইফেল বাহিনীর (Assam Rifle Force) কনভয়টি যাওয়ার সময়ই অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতী হামলা চালায়।

সেনা বাহিনীর সূত্রে জানানো হয়েছে, ওই কনভয়ে সেনাবাহিনীর এক কর্নেল ও তার পরিবার ছিলেন। তাদের সঙ্গে কুইক রিয়াকশন টিম(Quick Reaction Team)-র কয়েকজন সদস্যও ছিলেন। বিস্ফোরণে কর্নেল, তাঁর স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে। একইসঙ্গে চার সেনাবাহিনীর সদস্যেরও মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: Corona Outbreak: ৫২২ দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্ত, একদিনে মৃত্যু কমে ২৮৫

Next Article