Murshidabad Blast : বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা, জখম শিশু

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 26, 2022 | 8:47 PM

Murshidabad: শিশুর জখম খুব একটা গুরুতর নয় বলেই খবর। তবে সামান্য এদিক-ওদিক হলেই ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

Murshidabad Blast : বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা, জখম শিশু
বিস্ফোরণে জখম শিশু

Follow Us

মুর্শিদাবাদ : ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে মুর্শিদাবাদে (Murshidabad)। বল ভেবে খেলতে গিয়ে হাতে ‘বোমা’ তুলে নিয়েছিল ছোট্ট ছেলেটি। আর তারপর যা ঘটার তাই ঘটল… বোমা ফেটে জখম শিশু (Child injured in blast)। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রতনপুরের রেল লাইন সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। জখম ওই শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। শিশুর জখম খুব একটা গুরুতর নয় বলেই খবর। তবে সামান্য এদিক-ওদিক হলেই ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

এদিকে ঘটনার পর এলাকায় গিয়ে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন সারশেরগঞ্জ থানার পুলিশকর্মীরা। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, বোমা ফাটার কোনও খবর তাঁরা এখনও পর্যন্ত পাননি। এদিকে স্থানীয়দের দাবি, বোমা ফেটেই ওই শিশু জখম হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই শিশু রতনপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারেই খেলছিল। সেখানে দুটি বোমা পড়ে ছিল বলে স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে। ওই শিশু সেগুলিকে বল ভেবে হাতে তুলে নিয়ে খেলতে যায়। সেই সময়ই বোমা ফেটে ওই শিশু জখম হয় বলে প্রাথমিকভাবে স্থানীয় সূত্র মারফত খবর।

ঘটনার জেরে এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কীভাবে এলাকায় ওই বোমাগুলি পড়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন সামশেরগঞ্জ থানার পুলিশকর্মীরা। প্রসঙ্গত, সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে এইভাবে বোমা পাওয়ার ঘটনার বেশ শোরগোল পড়ে গিয়েছে এলাকাবাসীদের মধ্যে। প্রসঙ্গত, এদিন বহরমপুর থানার মালখানাতেও বিস্ফোরণে তিন জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মালখানায় একটি ব্যাটারি বিস্ফোরণ হয়েই ওই দুর্ঘটনাটি ঘটেছে।

Next Article