মুর্শিদাবাদ: নতুন বছর শুরু হয়েছে। কাছেপিঠে ঘুরতে যেতে কিংবা পিকনিকে ব্যস্ত সকলে। এক কথায় ছুটির আমেজ উপভোগ করতে ব্যস্ত বঙ্গবাসী। এমন আবহে হল বিপত্তি। পিকনিক করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু দ্বাদশ শ্রেণির পড়ুয়ার।
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কলাবাগান এলাকায় পিকনিক করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো দ্বাদশ শ্রেণির ছাত্রীর। জানা গিয়েছে, মৃতের নাম সোনিয়া ভট্টাচার্য (১৭)। তিনি কান্দি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, বন্ধু বান্ধবের সঙ্গে পয়লা জানুয়ারি উপলক্ষে পিকনিক করতে যায় সে। পিকনিকে খাওয়া দাওয়া করার পরই মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনার খবর কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হয়।
কান্দি থানার পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করেছে। কান্দি মহকুমা হাসপাতাল মর্গে দেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।এই বিষয়ে দিশা নামের সোনিয়ার বন্ধু বলনে, “আমাদের সঙ্গে ফিস্ট করছিল। ওর বাবা ওকে নিতে এসেছিল। আমরা এদিকে খাওয়া-দাওয়া করছিলাম। ওইখানেই হয়ত হার্ট-অ্যাটাক হয়ে গিয়েছে। বাকি আর কিছু জানি না।”