Murshidabad Chaos: কালীপুজোর নাচানাচি ঘিরে বচসা, মুড়ি-মুড়কির মতো বোমাবাজির অভিযোগ

Koushik Ghosh | Edited By: Soumya Saha

Nov 14, 2023 | 8:52 PM

Murshidabad Chaos: প্রতিমা নিরঞ্জনের সময় নাচানাচি করা যাবে, কি যাবে না... তাই নিয়েই পুজোর আয়োজকদের দু'পক্ষের মধ্যে ঝামেলা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে শেষে বোমাবাজি পর্যন্ত শুরু হয়ে যায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।

Murshidabad Chaos: কালীপুজোর নাচানাচি ঘিরে বচসা, মুড়ি-মুড়কির মতো বোমাবাজির অভিযোগ
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ঝামেলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

রঘুনাথগঞ্জ: কালীপুজোর মধ্যেও ঝামেলা-অশান্তি। প্রতিমা নিরঞ্জনের সময় নাচানাচি করা যাবে, কি যাবে না… তাই নিয়েই পুজোর আয়োজকদের দু’পক্ষের মধ্যে ঝামেলা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে শেষে বোমাবাজি পর্যন্ত শুরু হয়ে যায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এলাকার এক গৃহস্থের বাড়ির দেওয়ালে, বারান্দায় একের পর এক বোমা ছুড়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠছে। প্রাথমিকভাবে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় ১০টি বোমা ফাটানো হয়েছে। মঙ্গলবার সন্ধের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে রঘুনাথগঞ্জ-২ ব্লকের সেকেন্দ্রায়।

পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। এলাকাজুড়ে চলছে পুলিশি টহলদারি। পুজো মণ্ডপ চত্বর থেকে শুরু করে এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরছেন পুলিশকর্মীরা। গ্রামজুড়ে ভারী বুটের শব্দ। এদিকে বোমাবাজির ঘটনার পর থেকে এলাকায় বেশ আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। যাঁর বাড়ির সামনে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ, সেই গৃহস্থও ভয়ে সিঁটিয়ে রয়েছেন।

গ্রামের এক বৃদ্ধা জানাচ্ছেন, “ওরা দুটি দল হয়ে গিয়েছিল। একটি দল বলছিল, তারা নাচবে না, কাউকে নাচতেও দেবে না। এই নিয়েই ঝামেলার সূত্রপাত হয়েছিল। পরে ঝামেলা বাড়তে বোমাবাজি শুরু হয়ে যায়।” অপর এক মহিলা জানাচ্ছেন, “মণ্ডপে নাচানাচি হচ্ছিল। একদল বলছে আমাদের নাচতে দেবে না। লাউড স্পিকার বন্ধ করে দেওয়া হচ্ছিল। এই নিয়ে দু’পক্ষের মেয়েদের মধ্যে ঝামেলা হচ্ছিল। সেই সময় এক ব্যক্তি বোমা এনে ফাটাতে শুরু করে। তা থেকেই ঝামেলা বড় আকার ধারণ করে এবং বোমাবাজি শুরু হয়।”

Next Article