Allegation against professor: ‘গায়ে হাত দেন, ফোন করে কুপ্রস্তাব দেন’, প্রফেসরের বিরুদ্ধে বিস্ফোরক হরিহরপাড়ার কলেজছাত্রী

Koushik Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Nov 05, 2024 | 9:25 PM

Allegation against professor: লিখিত অভিযোগে ওই ছাত্রী জানান, "কিছুদিন ধরেই ওই শিক্ষক আমার সঙ্গে অশালীন আচরণ করছেন। অস্বাভাবিকভাবে গায়ে হাত দেন। ফোন করে আপত্তিকর মন্তব্য করছেন।"

Allegation against professor: গায়ে হাত দেন, ফোন করে কুপ্রস্তাব দেন, প্রফেসরের বিরুদ্ধে বিস্ফোরক হরিহরপাড়ার কলেজছাত্রী
কী বলছেন কলেজের অধ্যক্ষ?

Follow Us

হরিহরপাড়া: প্রফেসরের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ কলেজছাত্রীর। লিখিত অভিযোগ জমা দিয়েছেন অধ্যক্ষের কাছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে হরিহরপাড়া হাজি একে খান কলেজে। অভিযুক্ত প্রফেসরের বিরুদ্ধে সরব হয়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের পরিচালন সমিতিকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান অধ্যক্ষ।

অভিযোগ, শিক্ষাবিজ্ঞান বিভাগের ওই শিক্ষক কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রীকে একাধিকবার কুপ্রস্তাব দেন। অশ্লীল কথাবার্তা বলেন ও আপত্তিকর আচরণ করেন। ওই শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ এর আগেও ছিল। মঙ্গলবার দুপুরে যৌন নিগ্রহের অভিযোগে ওই কলেজের অধ্যক্ষকে লিখিত অভিযোগ জানান ওই ছাত্রী। লিখিত অভিযোগে তিনি জানান, “কিছুদিন ধরেই ওই শিক্ষক আমার সঙ্গে অশালীন আচরণ করছেন। অস্বাভাবিকভাবে গায়ে হাত দেন। ফোন করে আপত্তিকর মন্তব্য করছেন। বিষয়টি কাউকে জানালে আমার শিক্ষাগত ও ব্যক্তিগত জীবনে ক্ষতি করবেন বলে হুমকি দিচ্ছেন।” কলেজের অন্য ছাত্র-ছাত্রীরাও কলেজের অধ্যক্ষর কাছে এই নিয়ে অভিযোগ জানান।

এর আগেও যৌন হয়রানির অভিযোগে ওই প্রফেসরকে এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল বলে জানা গিয়েছে। তারপরও তাঁর আচরণে কোনও পরিবর্তন হয়নি বলে ছাত্রীদের অভিযোগ।

কলেজের অধ্যক্ষ গৌতম কুমার ঘোষ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ সত্যি হলে তা অবশ্যই নিন্দনীয়। বিষয়টি পরিচালন সমিতিকে জানানো হয়েছে। খুব সম্ভবত শনিবার একটি বৈঠক হবে। সেই বৈঠকে পরিচালন সমিতি
বিষয়টি খতিয়ে দেখবে। তারপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

Next Article