Raninagar: এক বছর ধরে চেন্নাইয়ে কাজ করছিল, কেউ ধরতেও পারেনি, গ্রেফতার ৪১ বাংলাদেশি

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 22, 2024 | 3:01 PM

Murshidabad: জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফ-এর সহযোগিতা ও রানিতলা থানার টিম ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর এলাকায় বিশেষ অভিযান চালায়। তারপরেই তাদের গ্রেফতার করে। এদের কারও কাছে বৈধ কাগজপত্র ছিল না।

Raninagar: এক বছর ধরে চেন্নাইয়ে কাজ করছিল, কেউ ধরতেও পারেনি, গ্রেফতার ৪১ বাংলাদেশি
বাংলাদেশি গ্রেফতার একচল্লিশ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রানিনগর: পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ। শুধু তাই নয়, এ দেশে এসে চুটিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছিলেন তাঁরা। অবশেষে খবর যায় পুলিশের কাছে। সেই মতো মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার ৪১ জন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকদের মধ্যে চেন্নাইয়ে কাজ করছিলেন দু’জন। বাংলাদেশে ফিরে যাওয়ার সময় গ্রেফতার হয় তাঁরা।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফ-এর সহযোগিতা ও রানিতলা থানার টিম ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর এলাকায় বিশেষ অভিযান চালায়। তারপরেই তাদের গ্রেফতার করে। এদের কারও কাছে বৈধ কাগজপত্র ছিল না। দালালের হাত ধরে এরা সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে দুজন চেন্নাই কাজে যায়।

এছাড়াও বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কর্ণাটক বা অন্যান্য জায়গায় কাজ করেছিল। তারপরেই তারা বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেইমত সোমবার সমস্ত বাংলাদেশি যুবকরা একসাথে হয়ে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার লালবাগ মহুকুমা আদালতে তোলা হবে। একসঙ্গে ৪১ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

Next Article