মুর্শিদাবাদ: ভয়াবহ আকার ধারন করেছে গঙ্গা ভাঙন। শনিবারের পর রবিবারও নদী ভাঙনের জেরে বিপর্যস্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসিন্দারা।
গঙ্গার গ্রাসে কখনও তলিয়ে যাচ্ছে তিনতলা বাড়ি আবার কখনও তলিয়ে যাচ্ছে মন্দির।
রবিবার গঙ্গার গ্রাসে চলে যায় সামসেরগঞ্জের মহেশটোলা এলাকার আস্ত তিনতলা বাড়ি। চোখের সামনেই নিজেদের নিঃস্ব হয়ে যেতে দেখেন এলাকার বাসিন্দারা। মাথা গোঁজার শেষ সম্বলটুকুও চলে যাওয়ায় কপালে হাত বাসিন্দাদের। তিল তিল করে গড়ে তোলা আস্ত দোতলা তিনতলা বাড়ি নিমেশেই গঙ্গা গর্ভে চলে যেতে দেখে আতঙ্কে এলাকাবাসী।ভাঙনের হাত থেকে বাড়ির সামগ্রী রক্ষা করতে কয়েকশো পরিবার অন্যত্র আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছেন।স্থামীয় বাসিন্দা বলেন, ‘প্রায় সাতটা বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেল। প্রায় দশ থেকে বারোটা বাড়ি শেষ। এই অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রতিদিন জল বেড়েই যাচ্ছে। এমনটা কখনও দেখিনি। আর গভীরতা অনেক বেশি। কোথায় ১২০, ১৫০ ফিট গভীর। এখন কী করব কিছুই বুঝতে পারছি না।’
অপরদিকে, শুধু বাড়ি নয়, গঙ্গার কবলে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার একটি মন্দিরও। জানা গিয়েছে, ওই এলাকার একটি মাত্র মন্দির এটি।
রবিবার গভীর রাতেই গঙ্গায় পরে যায় সেই মন্দির। বহু চেষ্টা করেও ভাঙনের হাত থেকে রক্ষা কর গেলো না কালী মন্দিরটি। এখনও অব্যাহত ভাঙন।
শনিবার থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। রবিবারও ছেড়ে সোমবারও তা অব্যাহত। বর্ষার শেষ লগ্নে এসে যেন ভাঙন এখন মহা আতঙ্কে পরিণত হয়েছে সামশেরগঞ্জের বাসিন্দাদের কাছে।