SDPI: লোকসভা ভোটে বাংলায় এবার নতুন দলের লড়াই, প্রার্থীও ঘোষণা করে দিল…

Koushik Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Feb 29, 2024 | 8:46 PM

SDPI: সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে পাখির চোখ এসডিপিআই-এর। এই জেলাতেই তিনটি আসনে প্রার্থী দিয়েছে তারা। তার মধ্যে মুর্শিদাবাদের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই দল। এদিন দলের রাজ্য সভাপতি তাহিদুল ইসলাম-সহ অন্যান্য নেতারা সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করেন।

SDPI: লোকসভা ভোটে বাংলায় এবার নতুন দলের লড়াই, প্রার্থীও ঘোষণা করে দিল...
এসডিপিআই-এর সমর্থকরা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: ২০২৪ সালের লোকসভা ভোটে এবার নতুন রাজনৈতিক দলের লড়াই দেখবে বাংলা। প্রথমবার লড়তে নেমে প্রার্থী তালিকা ঘোষণাতেও প্রথম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া বা এসডিপিআই (SDPI)। আগেই জানিয়েছিল, এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৬টিতে লড়বে তারা। সেইমত বৃহস্পতিবার প্রার্থিতালিকাও ঘোষণা করে দল। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদহ দক্ষিণে প্রার্থী দিল এসডিপিআই।

সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে পাখির চোখ এসডিপিআই-এর। এই জেলাতেই তিনটি আসনে প্রার্থী দিয়েছে তারা। তার মধ্যে মুর্শিদাবাদের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই দল। এদিন দলের রাজ্য সভাপতি তাহিদুল ইসলাম-সহ অন্যান্য নেতারা সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করেন।

উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন আইএএস অফিসার ও এসডিপিআই-এর রাজ্য সভাপতি স্বপনকুমার বিশ্বাস। দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রার্থী ইয়াসমিন ইসলাম। তিনি ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় সভাপতি। বহরমপুরে প্রার্থী এসডিপিআই-এর জাতীয় সম্পাদিকা রুনা লায়লা। মুর্শিদাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্য সভাপতি তাহিদুল ইসলাম ও জঙ্গিপুর কেন্দ্রে লড়বেন মহম্মদ সাহাবুদ্দিন।

এর আগে ২০১৯ সালে এ রাজ্যে এসডিপিআই লড়েছিল ঠিকই। তবে একটিমাত্র কেন্দ্রে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে এসডিপিআই। তবে এবার একসঙ্গে এতগুলি আসনে। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, গুজরাট, মধ্য প্রদেশ, মহারাষ্ট্রেও এসডিপিআই ভোটে লড়বে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল, কর্নাটকেও থাকবে এই দলের প্রতিনিধিত্ব।

Next Article