Murshidabad: দুর্গাপুজোর আগে মুখে হাসি নির্যাতিতার, লালবাগ গণধর্ষণকাণ্ডে ৪ জনের গোটা জীবন কাটবে জেলে

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Oct 18, 2023 | 6:59 PM

Murshidabad: প্রসঙ্গত, ২০২১ সালে পুুজোর আগে মুর্শিদাবাদের লালবাগে একটি গণধর্ষণের ঘটনা ঘটে। ধটনার ভিডিয়ো তুলে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পর চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Murshidabad: দুর্গাপুজোর আগে মুখে হাসি নির্যাতিতার, লালবাগ গণধর্ষণকাণ্ডে ৪ জনের গোটা জীবন কাটবে জেলে
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

লালবাগ: সেইবারও সামনে ছিল পুজো। পুজোর মুখেই দুষ্কৃতীদের নখ, দাঁতের আঁচড়ে জীবনে ঘনিয়ে ছিল অন্ধকার। শুরু হয়েছিল জীবনের কালো অধ্যায়। তবে হার না মানা লড়াই চালিয়ে গিয়েছিলেন নির্যাতিতা। দীর্ঘ ২ বছর ধরে চলছিল মামলা। অবশেষে দোষী সাব্যস্ত হল চার অভিযুক্ত। মুর্শিদাবাদের গণধর্ষণ কাণ্ডে ৪ জনেরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। এদিন লালবাগ মহুকুমা আদালতে চলে শুনানি। 

প্রসঙ্গত, ২০২১ সালে পুুজোর আগে মুর্শিদাবাদের লালবাগে একটি গণধর্ষণের ঘটনা ঘটে। ধটনার ভিডিয়ো তুলে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পর চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে দীর্ঘদিন ধরে আদালতে হয় শুনানি। একদিন আগেই এ ঘটনায় ৪ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। নেওয়া হয়েছে ১২ জনের সাক্ষ্য। এদিন ৪ আসামিকেই ২ লক্ষ টাকা করে জরিমানা ও যাবজ্জীবন সাজা দেওয়ার নির্দেশ দেন চারক দীপ্তিমান ঘোষ। পাশাপাশি নির্যাততাকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

ঘটনায় সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, গতকালই ওরা দোষী সাব্যস্ত হয়েছিল। আজ সাজা ঘোষণা হল। তবে ওদের কিন্তু ১৪ বছরের সাজা হয়নি। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। অর্থাৎ যতদিন বেঁচে থাকবে ততদিন জেলেই কাটবে জীবন। পাশাপাশি প্রত্যেককে দুই লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি দোষীদের থেকে যে টাকা মিলবে সেটাও নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Next Article