মুর্শিদাবাদ: সুতপা হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হল তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে। মঙ্গলবার বহরমপুর আদালতের তৃতীয় ফাস্ট ট্রাক কোর্টে বিচারক সন্তোষ কুমার পাঠক তাঁকে দোষী সাব্যস্ত করেন। বুধবার সাজা ঘোষণা। বলা বাহুল্য, ২০২২ সালে ২ মে ভর সন্ধ্যায় বহরমপুরে মেস বাড়ির সামনে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনায় গ্রেফতার করা হয় তাঁর প্রেমিক সুশান্ত চৌধুরীকে।
গত বছরের মে মাসের ২ তারিখ। সে দিন সন্ধ্যায় মেসে ফিরছিলেন বহরমপুর গার্লস কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা। ঘটনায় তাঁর প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাস্তায় ফেলে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ১৬ মাস ধরে বিচার প্রক্রিয়া। ছাত্রী খুনের এক বছরের মাথায় সাক্ষ্য গ্রহণ করে আদালত। এই মামলায় চিকিৎসক, সাংবাদিক, ডিএনএ বিশেষজ্ঞদের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষী দেন স্থানীয় দোকানদার, এক অনলাইন বিপণীর সংস্থার কর্ণধারও। তিনি যদিও ভার্চুয়ালি সাক্ষী দেন। মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
স্থানীয় এক দোকানি বলেন সেদিনের সন্ধ্যার নৃশংসতার কথা। তিনি বলেন, “ওই ছাত্রী মেসে ফিরছিলেন। এক যুবক পিছন নিয়েছিলেন। মেসের সামনেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। তারপর এলোপাথাড়ি কোপাতে থাকেন। তার হাতে একটা বন্দুকও ছিল। তাই ভয়ে কেউই এগোতে পারেননি।”
ঘটনার একটি দৃশ্য সামনে এসেছিল। কোনও এক প্রত্যক্ষদর্শী মোবাইলে সে দৃশ্য বন্দি করেন। গোটা বাংলা সেই দৃশ্য দেখে কেঁপে উঠেছিল। এদিনের শুনানি সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। অভিযুক্তের কঠোর শাস্তির প্রয়োজন।” সমস্ত সাক্ষ্য গ্রহণের পর সুশান্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক।