School: স্কুলের মধ্যে হাতে ছুরি নিয়ে পড়ুয়াদের ভয় দেখালেন প্রধান শিক্ষক

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 17, 2024 | 5:20 PM

Murshidabad School: ঘটনাস্থল সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুলের অভিভাবকদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই প্রধান শিক্ষক রঘুপতি সর্দার স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করছিলেন। বিষয়টি নিয়ে এর আগেও একবার বিক্ষোভ হয় স্কুলের ভিতরে।

School: স্কুলের মধ্যে হাতে ছুরি নিয়ে পড়ুয়াদের ভয় দেখালেন প্রধান শিক্ষক
স্কুলের মধ্যে হাতে ছুরি নিয়ে পড়ুয়াদের ভয় দেখালেন প্রধান শিক্ষক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: পড়া না পারলে শিক্ষকরা বকুনি দেন। কখনও-কখনও বা শাস্তি। অল্প বিস্তর কারোর-কারোর পিঠে পড়ে। তা বলে পড়ুয়াদের অস্ত্র নিয়ে ভয় দেখাবেন শিক্ষক ? মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ঘটল তেমনই ঘটনা। জানা গিয়েছে, ক্লাসরুমে গিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছিলেন প্রধান শিক্ষক। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলের প্রধান শিক্ষক রঘুপতি সর্দারের বিরুদ্ধে দফায়-দফায় স্লোগান ও বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ।

ঘটনাস্থল সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুলের অভিভাবকদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই প্রধান শিক্ষক রঘুপতি সর্দার স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করছিলেন। বিষয়টি নিয়ে এর আগেও একবার বিক্ষোভ হয় স্কুলের ভিতরে। তবে শনিবার স্কুলে আবার নাকি চাকু ও ধারাল অস্ত্র নিয়ে পড়ুয়াদের ভয় দেখাতে শুরু করেন প্রধান শিক্ষক।

বিষয়টি জানাজানি হতেই স্কুলে জমায়েত হতে শুরু করেন আশেপাশের অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে শুরু হয় বিক্ষোভ। যদিও ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন প্রধান শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। তারপরেই ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে তাঁকে বরখাস্ত করার দাবিতে এবং বদলি করার দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।

Next Article