গঙ্গায় ভেসে এল তিন তিনটি কঙ্কালসার দেহ! আতঙ্ক-উদ্বেগে সামশেরগঞ্জের মানুষ

Jun 17, 2021 | 11:44 PM

তবে এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। বিশেষ করে, গত কয়েকদিনে করোনার (COVID-19) আবহে একাধিকবার গঙ্গায় সংক্রমিতের দেহ ভাসিয়ে দেওয়ার গুজব ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।

গঙ্গায় ভেসে এল তিন তিনটি কঙ্কালসার দেহ! আতঙ্ক-উদ্বেগে সামশেরগঞ্জের মানুষ
নিজস্ব চিত্র।

Follow Us

মুর্শিদাবাদ: করোনা (COVID-19) আবহে বেড়েছে আতঙ্ক। পান থেকে চুন খসলেই নানা সন্দেহ দানা বাঁধছে মানুষের মনে। এরইমধ্যে বৃহস্পতিবার গঙ্গায় কঙ্কালসার তিনটি মৃতদেহ ভেসে আসার ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে।

এদিন মৃতদেহ তিনটি ভাসতে দেখা যায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার উত্তর চাচন্ড গ্রাম সংলগ্ন গঙ্গাবক্ষে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। প্রথমে স্থানীয় মানুষজন মৃতদেহ তিনটি ভাসতে দেখেন। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। তারা মৃতদেহগুলি উদ্ধার করে।

আরও পড়ুন: রাগারাগি করে রাতভর ঘর ছাড়া কিশোরী, পরদিন মেয়ের অবস্থা দেখে চোখের জলে ভাসলেন মা

এদিন রাত পর্যন্ত দেহগুলি শনাক্ত করা যায়নি। কেউ এসে দেহ নিয়ে কোনও দাবিও জানায়নি। মৃতদেহগুলি কোথা থেকে এল সে বিষয়েও কিছু জানা যায়নি। গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। তবে এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। বিশেষ করে, গত কয়েকদিনে করোনার আবহে একাধিকবার গঙ্গায় সংক্রমিতের দেহ ভাসিয়ে দেওয়ার গুজব ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। এ ছাড়া উত্তর প্রদেশের গঙ্গায় এমন দৃশ্য দেখাও গিয়েছে বলে অভিযোগ। কিছুদিন আগে মুর্শিদাবাদ সংলগ্ন জেলা মালদহে এই গুজব খুব জোরাল হয়। এরইমধ্যে সামশেরগঞ্জে গঙ্গায় তিন তিনটি দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে ফিসফাস।

Next Article