জঙ্গিপুর: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার খোদ এক তৃণমূল নেতা অভিযোগ করছেন যেন অন্য আর এক তৃণমূল নেতাকে ভোট না দেওয়ার।
জানা গিয়েছে, জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুরের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমানের বিরুদ্ধে ভোট না করার অভিযোগ এনেছেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তাঁর অভিযোগ খলিলুর রহমান তাঁর ভাই কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট করছে। আর এরপরই বিতর্ক তৈরি হয় দুই দলের মধ্যে।
বিগত দু’দিন আগে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে উত্তপ্ত ছিল কেশপুর। ঘটনায় আহত ২ জন। তাদের প্রত্যেককে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অভিযোগ, চা দোকানে বসে আড্ডায় মেতেছিল তৃণমূলের একগোষ্ঠীর লোকজন। সেই সময় হঠাৎ তাদের উপর হামলা চালায় অপর আর এক গোষ্ঠী। ঘটনায় আহতদের উদ্ধার করে তাদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, বর্তমানে এলাকার তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে। তারা পুরোনো কর্মীদের উপর হামলা চালাচ্ছে। যারা আহত হয়েছেন তারা অধিকাংশই এলাকার পুরোনো কর্মী হিসেবে পরিচিত।আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এই ঘটনার বিষয়ে স্থানীয় এস কে সিরাজুল নামে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন,” আমরা পুরোনো তৃণমূল। অনেকদিনের কর্মী। ২০১০ সাল থেকে এই দলকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের কয়েকজন কর্মী যখন চা দোকানে বসে চা খাচ্ছিল সেই সময় হঠাৎ ওদের উপর হামলা করে কয়েকজন। খবর পেতেই আমরা সেখানে দৌড়ে যাই। গিয়ে দেখি আমদের ছেলেরা রাস্তার উপর পড়ে রয়েছে। ওদের তুলে বাড়িতে নিয়ে আসার আগেই দেখছি এলাকায় পৌঁছে গিয়েছে পুলিশ। এখন গ্রামে পুলিশের রাজ চলছে। যে দল মার খেল দেখা যাচ্ছে পুলিশ সেই দলের ছেলেকেই গ্রেফতার করছে। আমি চাই বিষয়টি রাজ্য নেতৃত্বের পাশাপাশি দিদির কাছে যেন পৌঁছে যায়। ” তিনি অভিযোগ করে বলেন,”এই মারধর হয়েছে তৃণমূলের ব্লক সভাপতির মদতে। তার কথা মতো রড, বন্দুক দিয়েই ছেলেদের উপর এই হামলা হচ্ছে। ”
এরপর দক্ষিণ ২৪ পরগনার ঘটনা। গতকাল পোস্টার নিয়ে সামনে বিতর্ক। জানা যায়, রাজপুর-সোনারপুর পৌরসভা এলাকার রাজপুর টাউন জুড়ে তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে একটি পোস্টার দিতে দেখা যায়। সেই পোস্টারে উত্সবের শুভেচ্ছা জানানো হয়েছে। সেখানে টাউন সভাপতি হিসেবে নাম রয়েছে তৃণমূল নেত্রী কুহেলী ঘোষের। অন্যদিকে, রাজপুর টাউনেই আরও একটি বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পোস্টার পড়েছে যেখানে টাউন সভাপতি হিসেবে নাম রয়েছে শিবু ঘোষের। তাৎপর্যপূর্ণ হলেও একজনের পোস্টারে বিধায়কের ছবি নেই, আরেকজনের পোস্টারে বিধায়কের ছবি দেওয়া রয়েছে। এখন প্রশ্ন উঠছে কে তবে টাউন সভাপতি? পাশাপাশি, দলের তরফ থেকে দুই নেতৃত্বের নামে এভাবে পৃথক পোস্টার প্রকাশ্যে আসায় কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।
আরও পড়ুন: Uttarakhand: ফেরা হল না বাকি ৬ বন্ধুর, দুঃস্বপ্নের মেঘ কাটিয়ে বাড়ি ফিরলেন মিঠুন!